বহুদিন ধরে খবরে রামায়ণ ছবিটি। ছবিতে কোন কোন তারকাকে দেখা যাবে তা নিয়ে চলছে জল্পনা। আজ রইল তালিকা। দেখে নিন শেষ পর্যন্ত কে কে থাকছেন ছবিতে।
রণবীর কাপুরকে এই ছবিতে শ্রী রামের চরিত্রে দেখা যাবে। এমনই খবর সর্বত্র।
রামায়ণ ছবিতে সীতার চরিত্রে দেখা দেবেন সাই পল্লবী। দক্ষিণী এই তারকার সঙ্গে জুটি বাঁধবেন রণবীর।
নীতিশ তিওয়ারির রামায়ণ ছবিতে কৈকেয়ীর চরিত্রে দেখা দিতে চলেছেন লারা দত্ত।
রামায়ণ ছবিতে বিভীষণের চরিত্র দেখা দেবেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি।
নীতিশ তিওয়ারির রামায়ণ ছবিতে হনুমানজির চরিত্রে অভিনয় করবেন সানি দেওল।
রামায়ণ ছবিটি পরিচালনা করছেন নীতিশ তিওয়ারি। ছবিতে দক্ষিণী তারকার সঙ্গে দেখা যাবে বলিউড তারকাদের। চলতি বছরের মার্চ থেকে শুরু হবে ছবির কাজ।
রইল মহাত্মা গান্ধীর জীবনের ওপর ভিত্তি করে তৈরি সেরা ছবির তালিকা
ফাইটার মুক্তির আগে দেখে নিন হৃতিক অভিনীত কোন কোন ছবির আয় গড়েছে রেকর্ড
হৃতিক থেকে কার্তিক- রামলালার অবতারে দেখে নিন ১০ তারকাকে, রইল ছবি
হিনা থেকে রূপালী- জেনে নিন কোন তারকা অভিনয়ের জন্য কত পারিশ্রমিক নেন