Bangla

অনবদ্য কাজল

দুর্গাপুজোর দিনগুলিতে শাড়িতে দেখা যায় কাজলকে। আরও সুন্দরী হয়ে ওঠেন অভিনেত্রী।

Bangla

সুন্দরী কাজল

কখনও জমকালো তো কখনও সাধারণ শাড়িতে আরও সুন্দরী হয়ে ওঠেন কাজল।

Image credits: Social Media
Bangla

জমকালো গয়না

শাড়ির সঙ্গে মিলিয়ে কখনও ভারি কখনও আবার হালকা গয়না গয়না পরেন অজয় ঘরনী। সবমিলিয়ে অত্যান্ত সুন্দরী হয়েই ধরা দেন পুজোর দিনগুলিতে।

Image credits: Social Media
Bangla

শাড়িতেই স্বাচ্ছন্দ্য

প্রথম দিকের সিনেমাগুলিতে শাড়িতে তেমন দেখা যায়নি কাজলকে। কিন্তু দিলওয়ালে দুলহনি লে যায়েঙ্গে ছবিতে শাড়িতে দেখা দিয়েছিল।

Image credits: Social Media
Bangla

কুছ কুছ হোতা হ্য়ায়তেই শাড়িতে কাজল

কুছ কুছ হোতা হ্য়ায় ছবিতে শাড়িতে দুর্দান্ত স্ক্রিন কাঁপিয়ে দিয়েছিলেন কাজল। সেখানে তাঁকে আরও সুন্দরী লেগেছিল।

Image credits: Social Media
Bangla

দিল ক্যায় করে

পরবর্তীকালে অজয় দেবগন ও মহিমা চৌধুরীর সঙ্গে দিল ক্যায় করে ছবিতে শাড়ি পরে ভারতীয় লুকে পর্দা কাঁপিয়েছিলেন কাজল।

Image credits: Social Media
Bangla

শাড়িতে কাজল

যেকোনও পোশাকেই স্বাচ্ছন্দ্য কাজল। একটা সময় তিনি বলেছিলেন শাড়িতে তিনি স্বাচ্ছন্দ্য নন। কিন্তু পরবর্তীকালে শাড়িতেও স্বাচ্ছন্দ্য হন তিনি।

Image credits: Social Media
Bangla

পুজোর সাজে

মুম্বইতে বিখ্যাত মুখার্জি পরিবারের দুর্গাপুজো। পুজোর দিনগুলিতে সেখানেই উপস্থিত থাকেন কাজল। সেখানেই কাজলকে শাড়িতে দেখা যায়।

Image credits: Social Media

Bollywood: বলিউড স্টারকিড ১১ বছরে একটাই হিট ছবি উপহার দেননি, কে বলুন

দেখে নিন গণপত ছবির জন্য কোন তারকা নিলেন কত কোটি, রইল পারিশ্রমিকের খোঁজ

পুজোয় নজর কাড়ুন জ্যাকলিনের স্টাইল স্টেটমেন্টে, রইল নায়িকার এথনিক লুক

দেখে নিন Bigg boss 17-র চতুর ও স্মার্ট প্রতিযোগীর তালিকায় কে কে আছেন