Bangla

অমিতাভ বচ্চন

বিভিন্ন ক্ষেত্রে অমিতাভ বচ্চনের কন্ঠ ব্যবহার করতে দেখা গিয়েছে। কিন্তু, অনেকেই জানেন না তিনি একজন সঙ্গীত শিল্পীও। তিনি ঝুম্মা ঝুম্মা, মেরে অঙ্গ মে, রঙ বর্ষে গানে কন্ঠ দিয়েছিলেন। 

Bangla

ফারহান আখতার

অভিনয়ের পাশাপাশি সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাতি পেয়েছে ফারহান আখতার। তাঁকে একাধিকবার পারফর্ম করতে দেখা গিয়েছে।

Image credits: Instagram
Bangla

আয়ুষ্মান খুরানা

অভিনয়ের পাশাপাশি সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাতি পেয়েছে আয়ুষ্মান খুরানা। তাঁর নিজস্ব ব্যান্ড আছে। তাঁকে একাধিকবার পারফর্ম করতে দেখা গিয়েছে।

Image credits: Instagram
Bangla

আলিয়া ভাট

হাইওয়ে এবং হাম্পটি শর্মা কি দুলহানিয়া ছবিতে গান গেয়েছেন আলিয়া।  অভিনয়ের পাশাপাশি সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাতি পেয়েছে তিনি। 

Image credits: Instagram
Bangla

শ্রুতি হাসান

মাত্র ৬ বছর বয়সে প্রথম গান গেয়েছিলেন। এর পর একাধিক গান শোনা গিয়েছে তাঁর কন্ঠে। 

Image credits: Instagram
Bangla

দিলজিৎ দোসাঞ্জ

অভিনেতার পাশাপাশি একজন খ্যাতনামা সঙ্গীত শিল্পী দিলজিৎ দোসাঞ্জ। পাঞ্জাবি ছবিতে গান গেয়েছেন তিনি। 

Image credits: Instagram
Bangla

পরিণীতি চোপড়া

অভিনয়ের পাশাপাশি পরিণীতি চোপড়া সুরালা কন্ঠ মুগ্ধ করে তার ভক্তদের। 

Image credits: Instagram
Bangla

শ্রদ্ধা কাপুর

অভিনয়ের পাশাপাশি শ্রদ্ধা কাপুরের সুরালা কন্ঠ মুগ্ধ করে তার ভক্তদের। শিল্পী হিসেবে তিনিও খ্যাতি পেয়েছেন। 

Image credits: Instagram

আদিপুরুষের ৭ সংলাপ যা পড়লে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে

বাবা হলেন রাম চরণ, জেনে নিন কীভাবে শুরু হয়েছিল রাম চরণ-উপাসনার প্রেম

আদিপুরুষ নিয়ে ফের বিতর্ক! রামের চরিত্র করতে নাকি রাজিই ছিলেন না প্রভাস

১০ এই পাকিস্তানি নায়িকার লুক লুঠে নেবে পুরুষদের হৃদয়, চিনে নিন তাদের