সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু মুক্তি পায় ২০১৮ সালে। ছবিটি সে সময় আয় করেছিল ৩৪২ কোটি।
তু ঝুটি ম্যায় মক্কর ছবি মুক্তি পায় চলতি বছরেই। ছবির আয় ছিল ১৪৭ কোটি।
ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে দেখা যায় রণবীরকে। ২০১৩ সালে মুক্তি পাওয়া এই ছবির আয় ছিল ১৮৮ কোটি।
রাজনীতি মুক্তি পায় ২০১০ সালে। এই ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা দেন রণবীর। ছবির আয় ছিল ৯৮ কোটি।
২০১৬ সালে মুক্তি পায় অ্যায় দিল হ্যায় মুশকিল। ছবিকে একাধিক তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন রণবীর। ছবির আয় ছিল ১১৩ কোটি।
ব্রক্ষ্মাস্ত্র ছবির প্রধান চরিত্রে ছিলেন রণবীর কাপুর। ছবি মুক্তি পায় ২০২২ সালে। ছবির আয় ছিল ২৬৮ কোটি।
তমাশা মুক্তি পায় ২০১৫ সালে। ছবির আয় ছিল ৬৭ কোটি।
২০১২ সালে মুক্তি পাওয়া বরফি রণবীর কাপুর অভিনীত আরও একটি হিট ছবি। যে ছবির আয় ছিল ১১২ কোটি।
আজ মুক্তি পেল অ্যানিমেল। ইতিমধ্যে ছবিটি নজর কেড়েছে সকলের। এখন দেখায় শেষ পর্যন্ত এর আয় রেকর্ড গড়তে পারে কি না।
সাত পাকে বাঁধা পড়লেন রণদীপ হুডা ও লিনা, রইল তাঁদের বিয়ের অদেখা ছবি
সুস্মিতা থেকে লিন লাইশরাম- একাধিক প্রেম এসেছে রণদীপ হুডার জীবনে
হে রাম থেকে পাঠান- এই আট ছবিতে মুসলিম ব্যক্তির চরিত্রে দেখা দেন শাহরুখ
কাজল থেকে আলিয়া- Deepfake-র শিকার হয়েছেন এই সকল ছয় নায়িকা