Bollywood

সঞ্জু

সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু মুক্তি পায় ২০১৮ সালে। ছবিটি সে সময় আয় করেছিল ৩৪২ কোটি। 

Image credits: instagram

তু ঝুটি ম্যায় মক্কর

তু ঝুটি ম্যায় মক্কর ছবি মুক্তি পায় চলতি বছরেই। ছবির আয় ছিল ১৪৭ কোটি।

Image credits: instagram

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবিতে দেখা যায় রণবীরকে। ২০১৩ সালে মুক্তি পাওয়া এই ছবির আয় ছিল ১৮৮ কোটি।   

Image credits: instagram

রাজনীতি

রাজনীতি মুক্তি পায় ২০১০ সালে। এই ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা দেন রণবীর। ছবির আয় ছিল ৯৮ কোটি।

Image credits: instagram

অ্যায় দিল হ্যায় মুশকিল

২০১৬ সালে মুক্তি পায় অ্যায় দিল হ্যায় মুশকিল। ছবিকে একাধিক তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন রণবীর। ছবির আয় ছিল ১১৩ কোটি।  

Image credits: instagram

ব্রক্ষ্মাস্ত্র

ব্রক্ষ্মাস্ত্র ছবির প্রধান চরিত্রে ছিলেন রণবীর কাপুর। ছবি মুক্তি পায় ২০২২ সালে। ছবির আয় ছিল ২৬৮ কোটি।

Image credits: instagram

তমাশা

তমাশা মুক্তি পায় ২০১৫ সালে। ছবির আয় ছিল ৬৭ কোটি। 

Image credits: instagram

বরফি

২০১২ সালে মুক্তি পাওয়া বরফি রণবীর কাপুর অভিনীত আরও একটি হিট ছবি। যে ছবির আয় ছিল ১১২ কোটি।   

Image credits: instagram

অ্যানিমেল

আজ মুক্তি পেল অ্যানিমেল। ইতিমধ্যে ছবিটি নজর কেড়েছে সকলের। এখন দেখায় শেষ পর্যন্ত এর আয় রেকর্ড গড়তে পারে কি না। 

Image credits: Facebook