২০২৪ সালের দিওয়ালি-তে মুক্তি পাবে হাউজফুল ৫। অক্ষয় কুমারকে দেখা যাবে এই কমেডি ঘরানার ছবিতে।
বড়ে মিঞা ছোটে মিঞা মুক্তি পাবে ২০২৪ সালের ইদে। একেবারে নতুন ধরনের চরিত্রে দেখা দেবেন অক্ষয়।
আসছে সিক্যুয়েল। হেরা ফিরি ৩ মুক্তি পাবে ২০২৪ সালে। তবে, এখনও ছবি মুক্তির দিন জানা যায়নি।
স্কাই ফোর্স মুক্তি পাবে ২০২৪ সালের ২ অক্টোবর। একজন যোদ্ধার চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে।
দক্ষিণের রিমেক ছবি সুরারাই পতরু মুক্তি পাবে ২০২৪ সালের ১৬ অক্টোবর।
২০২৪ সালে মুক্তি পাবে শঙ্করা। এই ছবির প্রধান চরিত্রে দেখা দেবেন অক্ষয় কুমার।
২০২৪ সালে মুক্তি পাবে কমেডি ছবি ওয়েলকাম ৩। এই ছবিতে দীর্ঘদিন পর দেখা যাবে রবিনা টন্ডনকে।
সদ্য মুক্তি পেল মিশন রানিগঞ্জ। টিনু সুরেশ দেশাই পরিচালনা করেছে ছবিটি।
মিশন রানিগঞ্জ ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা গিয়েছে পরিণীতি চোপড়াকে।
অঙ্কিতা থেকে আরমান- এই সকল তারকা আসতে চলেছেন Bigg Boss 17-এ ঘরে
কপিল শর্মা থেকে সলমন- জেনে নিন জনপ্রিয় রিয়্যালিটি শো সঞ্চালকদের আয় কত
সিদ্ধার্থ শুক্লা থেকে সোনালী ফোগত- সাত বিগ বস তারকা প্রয়াত হয়েছেন অসময়
ওয়েলকাম ৩ থেকে কৃষ ৪- দেখে নিন মুক্তির অপেক্ষায় কোন কোন সিক্যুয়েল ছবি