Bangla

শুভজন্মদিন টাব্বু

৫২ বছরেও টাবুর ক্যারিশ্মা আর আকর্ষণ যে কমেনি তার প্রমাণ আবারও দিয়েছেন খুফিয়া ছবিতে। গুপ্তচরের ভূমিকায় ছিলেন অনবদ্য। জন্মদিনে রইল টাব্বুর বিপুল সম্পত্তির হদিশ

Bangla

অভিনেত্রী টাব্বু

দেব আনন্দের হাত ধরে সিলভার স্ক্রিনে আত্মপ্রাশ।৯০টিরও বেশি ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন। জাতীয় পুরস্কারও পেয়েছেন।

Image credits: Social Media
Bangla

টাব্বুর আয়

বলিউডের সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর তালিকায় ৫২ বছরের টাব্বুর। সিনেমা, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং অন্যান্য প্রজেক্ট থেকে প্রচুর অর্থ উপার্জন করেন অবিবাহিত টাব্বু।

Image credits: Social Media
Bangla

টাব্বুর মোট সম্পত্তি

প্রায় ৬.২ মিলিয়ন মার্কিন ডলারের মালিক টাব্বু। ভারতীয় মুদ্রায় ৫২ কোটি টাকার সম্পত্তি। মাসিক আয় ৩৫ লক্ষ টাকা। বার্ষিক আয় ৬ কোটি।

Image credits: Social Media
Bangla

সিনেমা প্রতি পারিশ্রমিক

টাব্বুর প্রতিটি ছবির জন্য ৪ কোটি কি তারও বেশি অর্থ পারিশ্রমিক নেন। ব্র্যান্ড বা বিজ্ঞাপণের জন্য নেন ১ কোটি। কয়েক বছরে টাব্বুর সম্পদ ৩০ শতাংশ বেড়েছে।

Image credits: Social Media
Bangla

টাব্বুর ঘরবাড়ি

হায়দরাবাদের সবথেকে বড় বাড়ির মালিক তিনি। দোতলা বাংলোতে রয়েছে আধুনিক সমস্ত সুযোগ। একটি পুকুর ও জিমও রয়েছে।

Image credits: Social Media
Bangla

টাব্বুর গাড়ি

খুব সাধারণ জীবন যাপন করেন টাব্বু। তবে তাঁর গ্যারাজে রয়েছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, অডির মত বিলাসবহুল গাড়ি। রয়েছে BMW 7 সিরিজ 730Ld এবং একটি টয়োটা ফরচুনার। রয়েছে ভিনটেজ কারও

Image credits: Social Media
Bangla

টাব্বুর জন্ম

হায়দরাবাদে ১৯৭১ সালের ৪ নভেম্বর জন্মগ্রহণ করেন টাব্বু। ছুটি কাটাতে আসতেন মুম্বইয়তে। স্কুলে পুড়ুয়া ছা্ত্রীকে নিজের ছবিতে সুযোগ দিয়েছিলেন দেব আনন্দ। 

Image credits: Social Media
Bangla

স্টার টাব্বু

অজয় দেবগনের সঙ্গে সবথেকে বেশি হিট ছবি উপহার দিয়েছেন টাব্বু। তিনি অভিনয় করেছেন অনিল কাপুর, সলমন খানের সঙ্গেও। তবে সলমনের বিপরীতে অভিনয় করেননি। 

Image credits: instagram
Bangla

চলচ্চিত্র সমালোচকদের কাছা টাব্বু

বিরসাত , হু তু তু , অস্তিত্ব , চাঁদনি বার, মকবুল , চিনি কুম , হায়দার , দ্য নেমসেক , লাইফ অফ পাই- এই ছবিগুলির জন্য দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছেন টাব্বু। 

Image credits: instagram

সলমনের হাত ধরে ডেবিউ, গডফাদার থাকা সত্ত্বেও ব্যর্থ এই সকল স্টার কিড

এই ১০টি ছবির দৌলতে ‘কিং খান’ তকমা পেয়েছেন শাহরুখ, রইল হিট ছবির তালিকা

দেখে নিন চলতি মাসে OTT-তে মুক্তি পাবে কোন কোন ওয়েব সিরিজ ও ছবি

ঐশ্বর্য-অভিষেক জুটির তালিকায় অধিকাংশ ফ্লপ ছবি, একসঙ্গে করেছেন এই ৮ ছবি