Bollywood

শুভজন্মদিন টাব্বু

৫২ বছরেও টাবুর ক্যারিশ্মা আর আকর্ষণ যে কমেনি তার প্রমাণ আবারও দিয়েছেন খুফিয়া ছবিতে। গুপ্তচরের ভূমিকায় ছিলেন অনবদ্য। জন্মদিনে রইল টাব্বুর বিপুল সম্পত্তির হদিশ

Image credits: Social Media

অভিনেত্রী টাব্বু

দেব আনন্দের হাত ধরে সিলভার স্ক্রিনে আত্মপ্রাশ।৯০টিরও বেশি ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন। জাতীয় পুরস্কারও পেয়েছেন।

Image credits: Social Media

টাব্বুর আয়

বলিউডের সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীর তালিকায় ৫২ বছরের টাব্বুর। সিনেমা, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং অন্যান্য প্রজেক্ট থেকে প্রচুর অর্থ উপার্জন করেন অবিবাহিত টাব্বু।

Image credits: Social Media

টাব্বুর মোট সম্পত্তি

প্রায় ৬.২ মিলিয়ন মার্কিন ডলারের মালিক টাব্বু। ভারতীয় মুদ্রায় ৫২ কোটি টাকার সম্পত্তি। মাসিক আয় ৩৫ লক্ষ টাকা। বার্ষিক আয় ৬ কোটি।

Image credits: Social Media

সিনেমা প্রতি পারিশ্রমিক

টাব্বুর প্রতিটি ছবির জন্য ৪ কোটি কি তারও বেশি অর্থ পারিশ্রমিক নেন। ব্র্যান্ড বা বিজ্ঞাপণের জন্য নেন ১ কোটি। কয়েক বছরে টাব্বুর সম্পদ ৩০ শতাংশ বেড়েছে।

Image credits: Social Media

টাব্বুর ঘরবাড়ি

হায়দরাবাদের সবথেকে বড় বাড়ির মালিক তিনি। দোতলা বাংলোতে রয়েছে আধুনিক সমস্ত সুযোগ। একটি পুকুর ও জিমও রয়েছে।

Image credits: Social Media

টাব্বুর গাড়ি

খুব সাধারণ জীবন যাপন করেন টাব্বু। তবে তাঁর গ্যারাজে রয়েছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, অডির মত বিলাসবহুল গাড়ি। রয়েছে BMW 7 সিরিজ 730Ld এবং একটি টয়োটা ফরচুনার। রয়েছে ভিনটেজ কারও

Image credits: Social Media

টাব্বুর জন্ম

হায়দরাবাদে ১৯৭১ সালের ৪ নভেম্বর জন্মগ্রহণ করেন টাব্বু। ছুটি কাটাতে আসতেন মুম্বইয়তে। স্কুলে পুড়ুয়া ছা্ত্রীকে নিজের ছবিতে সুযোগ দিয়েছিলেন দেব আনন্দ। 

Image credits: Social Media

স্টার টাব্বু

অজয় দেবগনের সঙ্গে সবথেকে বেশি হিট ছবি উপহার দিয়েছেন টাব্বু। তিনি অভিনয় করেছেন অনিল কাপুর, সলমন খানের সঙ্গেও। তবে সলমনের বিপরীতে অভিনয় করেননি। 

Image credits: instagram

চলচ্চিত্র সমালোচকদের কাছা টাব্বু

বিরসাত , হু তু তু , অস্তিত্ব , চাঁদনি বার, মকবুল , চিনি কুম , হায়দার , দ্য নেমসেক , লাইফ অফ পাই- এই ছবিগুলির জন্য দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছেন টাব্বু। 

Image credits: instagram