শোনা যাচ্ছে, শীঘ্রই ‘পুষ্পা ২’ ছবিতে আইটেম ডান্স করতে দেখা যাবে উর্বশীকে।
এর আগে পুষ্পা ছবিতে আইটেম ডান্স করে ঝড় তুলেছিলেন সামান্থা।
এবার ‘পুষ্পা ২’ ছবিতে আইটেম ডান্স করার প্রস্তাব গিয়েছে উর্বশীর কাছে।
আর এই ‘পুষ্পা ২’ ছবিতে আইটেম ডান্স করতে প্রতি মিনিটে ১ কোটি করে নিচ্ছেন উর্বশী।
অবাক লাগলেও এমনটাই সত্য। এমনই খবরে শোনা যাচ্ছে বলিপাড়ায়।
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীর তালিকায় নাম নেই উর্বশীর।
অথচ, ‘পুষ্পা ২’ ছবিতে আইটেম ডান্স করতে তিনি নিচ্ছেন এই বিপুল অর্থ।
শোনা যাচ্ছে, ৩ মিনিটের গানে দেখা যাবে নায়িকাকে। আর এই পারফরমেন্সের জন্য ৩ কোটি নিচ্ছেন নায়িকা।
এর আগে ওয়াল্টেয়ার ভিরাইয়া ও এজেন্ট ছবিতে আইটেম নাম্বারে দেখা গিয়েছিল উর্বশীকে।
ফের একবার ‘পুষ্পা ২’ ছবিতে আইটেম ডান্স করতে চলেছেন নায়িকা।
দেখে নিন Jawan ছবির জন্য কোন তারকার পকেটে ঢুকল কত কোটি
সকল ছবি সুপার হিট, দেখে নিন কোন পরিচালকে ঝুলিতে নেই একটিও ফ্লপ ছবি
একাধিক বিচ্ছেদ থেকে ধর্ষণের মামলা, ইন্দ্র কুমারের জীবন জুড়ে বিতর্ক
Mouni Roy: ফের হট ছবিতে ভক্তদের ঘুম কাড়লেন ‘বঙ্গতনয়া’