India

বন্দে ভারত এক্সপ্রেস

বর্তমান ভারতের গর্ব বন্দে ভারত এক্সপ্রেস। যা সেমি হাইস্পিড ট্রেন হিসেবে পরিচিত। বিমান যাত্রার সামিল।

Image credits: Getty

১৩টি বন্দে ভারত এক্সপ্রেস

এপর্যন্ত দেশের ১৩টি রুটে ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। যার মধ্যে একটি রয়েছে পশ্চিমবঙ্গে।

Image credits: Our own

চারটি তীর্থকেন্দ্রকে যুক্ত করে

১৩টি রুটের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যে ৪টি ভারতের জন্য গুরুপূর্ণ। কারণ চারটি রুট তীর্থযাত্রীদের গন্তব্য।

Image credits: Getty

বৈষ্ণোদেবী

প্রথম রুট

দিল্লি থেকে একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের গন্তব্য মাতা বৈষ্ণোদেবী মন্দির শহর হিসেবে পরিচিত কাটরা।

Image credits: Getty

বারাণসী

দ্বিতীয় রুট

নয়া দিল্লি থেকে একটি বন্দে ভারত এক্সপ্রেসের গন্তব্য হল ভারতের প্রাচীনতম শহর বারাণসী। এটির ঐতিহাসিক গুরুত্বও অনেক

Image credits: Getty

সিরডি

তৃতীয় রুট

মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনার্স থেকে সাইবাবার মন্দির সিরডি।

Image credits: Getty

তিরুপথি

চতুর্থ রুট

সেকেন্দ্রাবার থেকে তিরুপতি। তিরুপতির মন্দিরে প্রতি বছরই প্রচুর মানুষ ভ্রমণ করেন।

Image credits: Getty

এই রুটের উদ্বোধন শনিবার

শনিবার তামিলনাড়ু সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কালই সেকেন্দ্রাবার থেকে তিরুপতির উদ্দেশ্যে রওনা দেবে প্রধান বন্দে ভারত এক্সপ্রেস।

Image credits: Getty

প্রধানমন্ত্রীর তামিলনাড়ু সফর

প্রধানমন্ত্রী জাতীয় সড়ক-৭৪৪-এর রাস্তা প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির, শ্রীভিলিপুথুর অন্ডাল মন্দির তৈরি হবে।

Image credits: Getty

লক্ষ্য় তীর্থযাত্রীদের সুবেধি

উন্নত যোগাযোগ ব্যবস্থা তীর্থযাত্রীদের উপকৃত কবে। বাণিজ্য বাড়াতে সাহায্য করবে।

Image credits: stockPhoto