শনিবার চেন্নাই বিমান বন্দরের নতুন সমন্বিত টার্মিনালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। সঙ্গে রয়েছে আরও প্রকল্পর সূচনা।
প্রতিবছর ২৩ মিলিয়ন যাত্রী চেন্নাই বিমান বন্দর ব্যবহার করে। এখন থেকে ৩০ মিলিয়ন যাত্রীকে জায়গা দিতে পারবে।ঘণ্টায় ৪৫টি বিমান ওঠা নামা করে।
প্রকল্পটি সম্পূর্ণ করতে সরকার ২.৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। বিমান বন্দরের অভ্যন্তরে টার্মিনাল থাকবে। মাঝখানে থাকবে আন্তর্জাতি টার্মিনাল।
১,৩৬,২৯৫ বর্গমিটার এলাকায় তৈরি হচ্ছে সমন্বিত টার্মিলান। নির্মাণে খরচ হয়েছে ১২৬০ টাকা।
চেন্নাইয়ের বিমান বন্দরের টার্মিলানে তামিল সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। দক্ষিণ ভারতের বাড়ি, শাড়ি, মন্দির গুরুত্ব পেয়েছে সজ্জার অঙ্গ হিসেবে।
বিমান বন্দরে সবরকম আধুনিক ব্যবস্থা থাকবে। ১০৮টি ইমিগ্রেশন কাউন্টার, ৮০টি চেক ইন কাউন্টার, ৮টি স্বচেকইন স্টেশন থাকবে।
নতুন টার্মিলান যাত্রী স্বাচ্ছন্দ্যের ওপর জের দিয়ে তৈরি করা হয়েছে।
বৃহস্পতিবারও প্রধানমন্ত্রী মোদী চেন্নাই বিমান বন্দরের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন তিনি যাবেন উদ্বোধনে।
বিমান বন্দরের যাত্রী পরিষেবা বাড়াতে পাঁচ বছর আগে নতুন টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয়েছিল।
মোদী চেন্নাই-কোয়েম্বাটোর রুটে বন্দে ভআরত এক্সপ্রেসের যাত্রারও সূচনা করবেন।
মরণোত্তর পদ্মভূষণ প্রদান ওআরএস-এর জনক ডা. দিলীপ মহলানবিশকে
দিল্লি মেট্রোয় খোলামেলা পোশাকে ' উর্ফি' যুবতী
যাত্রী পরিবহণে এগিয়ে কোন বিমানবন্দর, একনজরে সেরা ১০-এর তালিকা
আচমকা নতুন সংসদ ভবন পরিদর্শন প্রধানমন্ত্রী মোদীর, দেখুন ছবি