India

ঝাঁ চকচকে চেন্নাই বিমান বন্দর

শনিবার চেন্নাই বিমান বন্দরের নতুন সমন্বিত টার্মিনালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। সঙ্গে রয়েছে আরও প্রকল্পর সূচনা।

Image credits: Our own

চেন্নাই বিমান বন্দর

প্রতিবছর ২৩ মিলিয়ন যাত্রী চেন্নাই বিমান বন্দর ব্যবহার করে। এখন থেকে ৩০ মিলিয়ন যাত্রীকে জায়গা দিতে পারবে।ঘণ্টায় ৪৫টি বিমান ওঠা নামা করে।

Image credits: Our own

প্রকল্প সমাপ্তি

প্রকল্পটি সম্পূর্ণ করতে সরকার ২.৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। বিমান বন্দরের অভ্যন্তরে টার্মিনাল থাকবে। মাঝখানে থাকবে আন্তর্জাতি টার্মিনাল।

Image credits: Our own

টার্মিনালের আয়তন

১,৩৬,২৯৫ বর্গমিটার এলাকায় তৈরি হচ্ছে সমন্বিত টার্মিলান। নির্মাণে খরচ হয়েছে ১২৬০ টাকা।

Image credits: Our own

তামিল সংস্কৃতি

চেন্নাইয়ের বিমান বন্দরের টার্মিলানে তামিল সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। দক্ষিণ ভারতের বাড়ি, শাড়ি, মন্দির গুরুত্ব পেয়েছে সজ্জার অঙ্গ হিসেবে।

Image credits: Our own

বিমান বন্দরে আধুনিক ব্যবস্থা

বিমান বন্দরে সবরকম আধুনিক ব্যবস্থা থাকবে। ১০৮টি ইমিগ্রেশন কাউন্টার, ৮০টি চেক ইন কাউন্টার, ৮টি স্বচেকইন স্টেশন থাকবে।

Image credits: Our own

যাত্রী স্বাচ্ছন্দ্য

নতুন টার্মিলান যাত্রী স্বাচ্ছন্দ্যের ওপর জের দিয়ে তৈরি করা হয়েছে।

Image credits: Our own

সোশ্যাল মিডিয়ায় মোদী

বৃহস্পতিবারও প্রধানমন্ত্রী মোদী চেন্নাই বিমান বন্দরের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন তিনি যাবেন উদ্বোধনে।

Image credits: Our own

বিমান বন্দরে যাত্রী বাড়াতে উদ্যোগ

বিমান বন্দরের যাত্রী পরিষেবা বাড়াতে পাঁচ বছর আগে নতুন টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয়েছিল।

Image credits: Our own

হাইস্পিড ট্রেন

মোদী চেন্নাই-কোয়েম্বাটোর রুটে বন্দে ভআরত এক্সপ্রেসের যাত্রারও সূচনা করবেন।

Image credits: Our own