কে এই অভিনেত্রী উর্মিলা কোঠারে? যাঁর গাড়ি মেট্রোর কর্মীদের পিষে দিল
মুম্বইয়ে মেট্রো রেলের কাজে নিয়োজিত এক শ্রমিকের মৃত্যু হয়েছে অভিনেত্রী উর্মিলা কোঠারের গাড়ির ধাক্কায়। আরও একজন গুরুতর আহত। জেনে নিন কে এই উর্মিলা কোঠারে।
মুম্বইয়ের কান্ডিভলা অঞ্চলে অভিনেত্রী উর্মিলা কোঠারের গাড়ির ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এই দ্রুতগতির গাড়িটি দুই শ্রমিককে চাপা দেয়, যাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
Image credits: Instagram
Bangla
অভিনেত্রী উর্মিলা কোঠারে ও তাঁর গাড়ির চালক এই দুর্ঘটনায় জখম হয়েছেন
উর্মিলা কোঠারের গাড়ির ধাক্কায় আহত দ্বিতীয় শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তবে, সময়মতো এয়ারব্যাগ খোলায় উর্মিলা এবং তাঁর ড্রাইভার প্রাণে বেঁচে যান। তাঁদের সামান্য আঘাত লেগেছে।
Image credits: Instagram
Bangla
জনপ্রিয় মারাঠি অভিনেত্রী উর্মিলা কোঠারে চলচ্চিত্র, টেলিভিশনে কাজ করেন
উর্মিলা কোঠারে মারাঠি ছবি এবং টিভি অনুষ্ঠানের অভিনেত্রী। তিনি 'শুভ মঙ্গল সাবধান' এবং 'দুনিয়াদারি'র মতো মারাঠি ছবিতে এবং 'অসম্ভব'র মতো মারাঠি অনুষ্ঠানে অভিনয় করেছেন।
Image credits: Instagram
Bangla
মারাঠি ছবিতে অভিনয়ের পাশাপাশি বলিউডেও দেখা গিয়েছে উর্মিলা কোঠারেকে
উর্মিলা কোঠারে অজয় দেবগন-সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত 'থ্যাঙ্ক গড'-এ অভিনয় করেছেন। তিনি তেলেগু ছবি 'ওয়েলকাম ওবামা'তেও অভিনয় করেছেন। হিন্দি ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে।
Image credits: Instagram
Bangla
বিনোদন জগতে কাজ শুরু করার পর পদবি বদলে ফেলেছেন এই মারাঠি অভিনেত্রী
উর্মিলা কোঠারের আসল নাম উর্মিলা কনেটকর। তিনি ২০০৬ সাল থেকে বিনোদন জগতে কাজ করছেন। মারাঠি 'শুভ মঙ্গল সাবধান' ছিল তাঁর প্রথম ছবি।
২০০৬ সালে 'শুভ মঙ্গল সাবধান'-এর শুটিংয়ের সময় অভিনেতা আদিনাথ কোঠারের সঙ্গে উর্মিলার প্রেম শুরু হয় এবং ২০১১ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৮ সালে তাঁদের মেয়ে জিজার জন্ম হয়।