গুজরাটের আমেদাবাদে এক মহিলা ৭ মাসের গর্ভবতী অবস্থায় সমলিঙ্গ সম্পর্কে জড়িয়ে পড়ে প্রেমিকার সঙ্গে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছেন।
গর্ভবতী স্ত্রী এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়ায় উদ্বিগ্ন আমেদাবাদের এই ব্যক্তি। তিনি গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
আমেদাবাদের এই ব্যক্তির অভিযোগ, তাঁর স্ত্রী অক্টোবরে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। চাঁদখেড়া থানায় নিখোঁজ ডায়েরি করলেও, এখনও তাঁর স্ত্রীর খোঁজ পাওয়া যায়নি।
এই ব্যক্তি হেবিয়াস কর্পাস আবেদন দায়ের করেছেন। গুজরাট হাইকোর্ট পুলিশকে নোটিস জারি করে বলেছে, আবেদনকারীর স্ত্রীকে ২৩ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির করতে হবে।
পুলিশ জানিয়েছে, এই মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর বন্ধুর সমলিঙ্গ সম্পর্ক ছিল। বিয়ের আগে তাঁর পরিবার সে কথা জানত। কিন্তু তা গোপন করেই বিয়ে দেওয়া হয়েছিল।
আদালতে আবেদনকারী জানিয়েছেন, ২০২২ সালে তাঁদের বিয়ে হয়। জীবন ঠিকঠাক চলছিল। স্ত্রীর কোনও অভিযোগ ছিল না। তিনি গর্ভবতী হন। সবাই খুশি ছিল। কিন্তু অক্টোবরে তিনি নিখোঁজ হন।
আদালতে আবেদনকারী জানিয়েছেন, গর্ভবতী হওয়ার পর তাঁর স্ত্রী বাড়িতেই ছিলেন। কিন্তু হঠাৎ অক্টোবরে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যান। ফেব্রুয়ারিতে সন্তানের জন্ম দেওয়ার কথা।
আমেদাবাদের এই ব্যক্তির দাবি, তাঁর স্ত্রীর পরিবার সমলিঙ্গ সম্পর্কের কথা জানা সত্ত্বেও গোপন করে গিয়েছিল। তিনি নিজেকে প্রতারিত মনে করছেন।