Bangla

৭ মাসের গর্ভবতী অবস্থায় প্রেমিকার সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেলেন এক মহিলা

গুজরাটের আমেদাবাদে এক মহিলা ৭ মাসের গর্ভবতী অবস্থায় সমলিঙ্গ সম্পর্কে জড়িয়ে পড়ে প্রেমিকার সঙ্গে বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছেন। 

Bangla

সমলিঙ্গ সম্পর্কে জড়িয়ে পড়া গর্ভবতী স্ত্রীকে খুঁজে পেতে আদালতে স্বামী

গর্ভবতী স্ত্রী এভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়ায় উদ্বিগ্ন আমেদাবাদের এই ব্যক্তি। তিনি গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

Image credits: social media
Bangla

অক্টোবরে বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত বেপাত্তা এই মহিলা

আমেদাবাদের এই ব্যক্তির অভিযোগ, তাঁর স্ত্রী অক্টোবরে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। চাঁদখেড়া থানায় নিখোঁজ ডায়েরি করলেও, এখনও তাঁর স্ত্রীর খোঁজ পাওয়া যায়নি।

Image credits: pinterest
Bangla

আদালতে হেবিয়াস কর্পাসের আওতায় আবেদন করেছেন আমেদাবাদের এই ব্যক্তি

এই ব্যক্তি হেবিয়াস কর্পাস আবেদন দায়ের করেছেন। গুজরাট হাইকোর্ট পুলিশকে নোটিস জারি করে বলেছে, আবেদনকারীর স্ত্রীকে ২৩ ডিসেম্বরের মধ্যে আদালতে হাজির করতে হবে।

Image credits: social media
Bangla

বিয়ের আগে থাকতেই এই মহিলা তাঁর বন্ধুর সঙ্গে সমলিঙ্গ সম্পর্কে ছিলেন

পুলিশ জানিয়েছে, এই মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর বন্ধুর সমলিঙ্গ সম্পর্ক ছিল। বিয়ের আগে তাঁর পরিবার সে কথা জানত। কিন্তু তা গোপন করেই বিয়ে দেওয়া হয়েছিল।

Image credits: freepik/demo photo
Bangla

২০২২ সালে এই দম্পতির বিয়ে হয়, এতদিন কোনও সমস্যা হয়নি, হঠাৎ বিপর্যয়

আদালতে আবেদনকারী জানিয়েছেন, ২০২২ সালে তাঁদের বিয়ে হয়। জীবন ঠিকঠাক চলছিল। স্ত্রীর কোনও অভিযোগ ছিল না। তিনি গর্ভবতী হন। সবাই খুশি ছিল। কিন্তু অক্টোবরে তিনি নিখোঁজ হন।

Image credits: pinterest
Bangla

২০২৫ সালের ফেব্রুয়ারিতে নিখোঁজ মহিলার সন্তানের জন্ম দেওয়ার কথা রয়েছে

আদালতে আবেদনকারী জানিয়েছেন, গর্ভবতী হওয়ার পর তাঁর স্ত্রী বাড়িতেই ছিলেন। কিন্তু হঠাৎ অক্টোবরে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যান। ফেব্রুয়ারিতে সন্তানের জন্ম দেওয়ার কথা।

Image credits: social media
Bangla

সমলিঙ্গ সম্পর্ক লুকিয়ে বিয়ে দেওয়ায় স্ত্রীর পরিবারের উপর ক্ষুব্ধ স্বামী

আমেদাবাদের এই ব্যক্তির দাবি, তাঁর স্ত্রীর পরিবার সমলিঙ্গ সম্পর্কের কথা জানা সত্ত্বেও গোপন করে গিয়েছিল। তিনি নিজেকে প্রতারিত মনে করছেন।

Image credits: freepik/demo photo

'এক দেশ এক নির্বাচন' হলে কোন দল বেশি লাভবান হবে! বিজেপি নাকি কংগ্রেস?

প্রথম অনুষ্ঠানে পেয়েছিলেন ৫ টাকা, কত সম্পত্তি উস্তাদ জাকির হুসেনের?

দিল্লির কোচিং সেন্টারে ডলে ডুবে মৃত্যু তিন পড়ুয়ার, চিনুন ৩ জনকে

সংসদে প্রথম বক্তব্যেই বাজিমাৎ কঙ্গনা রানাউতের, দেখুন কী বললেন