প্রায় ৩ দশক আগে হরিয়ানায় ঘটেছিল ভারতের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা
১৯৯৬ সালে হরিয়ানার চরখি দাদরিতে ভেঙে পড়েছিল সৌদি আরব ও কাজাকস্তানের বিমানের সংঘর্ষ হয়েছিল। এই দুর্ঘটনায় ৩৪৯ জনের মৃত্যু হয়েছিল।
India Dec 25 2024
Author: Soumya Gangully Image Credits:Our own
Bangla
সারা বিশ্ব যখন বড়দিনের উৎসবে মেতে, তখন কাজাকস্তানে বিমান দুর্ঘটনা
কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে। জানা গিয়েছে, বিমানটিতে শতাধিক যাত্রী ছিলেন। তাঁদের সবারই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
Image credits: Our own
Bangla
২৮ বছর আগে হরিয়ানায় যে বিমান দুর্ঘটনা ঘটেছিল, তার স্মৃতি ফিরে এসেছে
১৯৯৬ সালে হরিয়ানার চরখি দাদরি জেলার কাছে দুর্ঘটনা ঘটেছিল। দু'টি বিমান মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছিল। মুহূর্তেই হাজার ফুট উঁচুতে উড়ন্ত বিমানটি ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল।
Image credits: Our own
Bangla
কাজাকস্তানে বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে চরখি দাদরি নিয়ে ফের আলোচনা
চরখি দাদরির বিমান দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে দুর্ঘটনার সেই দৃশ্য মনে করে আজও দাদরিবাসী শিউরে ওঠেন। কীভাবে আবর্জনার মতো মাঠে লাশের স্তূপ জমে গিয়েছিল।
Image credits: Our own
Bangla
২৮ বছর আগে হরিয়ানার আকাশে সৌদি আরব ও কাজাকস্তানের বিমানের সংঘর্ষ হয়
বোয়িং ৭৬৩, ২৩ জন ক্রু সদস্য এবং ২৮৯ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে উড়ান ভরেছিল। অন্যদিকে কাজাখস্তানের মালবাহী বিমান ১৯০৭ দিল্লি বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।
Image credits: Our own
Bangla
১৯৯৬ সালের ১২ নভেম্বর সন্ধে ৬টায় চরখি দাদরিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়
দুর্ঘটনার সময় ছিল সন্ধ্যা ৬ টা নাগাদ, যেখানে উভয় বিমান ১৪ থেকে ১৫ হাজার ফুট উচ্চতায় ছিল, এসময় হঠাৎ দু'টি বিমান দ্রুত গতিতে একে অপরের সাথে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
Image credits: Our own
Bangla
ভারতে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার সময় প্রধানমন্ত্রী ছিলেন দেবগৌড়া
দুর্ঘটনার সময় এইচডি দেবগৌড়া ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং হরিয়ানায় বনসীলাল মুখ্যমন্ত্রী ছিলেন। দুর্ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ নির্মাণের কথা ঘোষণা করা হয়।