অরুন্ধতীও রাজস্থানের রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। তাঁর দাদু ভানুপ্রতাপ রাজাওয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি এবং বাবা রাজেশ সিং রাজাওয়াত বিজেপি যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি ছিলেন।
Image credits: social media
Bangla
কতটা পড়াশোনা করেছেন নববধূ?
অরুন্ধতী সিংহ উচ্চশিক্ষিত। তিনি বনস্থলী বিদ্যাপীঠ থেকে বিবিএ করেছেন এবং এখন দিল্লি থেকে এমবিএ করছেন।
Image credits: Our own
Bangla
রাজনীতিতে আগ্রহী নন অরুন্ধতী
জানা গিয়েছে, অরুন্ধতী সিংহ রাজনীতিতে বিশেষ আগ্রহী নন। তাঁর আগ্রহ ব্যবসায়ী হওয়ার। তাই তিনি বিবিএ করার পর এমবিএ করছেন।
Image credits: social media
Bangla
প্রবল রাজনীতি ও ব্যবসা দুটোই করেন
অরুন্ধতী সিংহের স্বামী অর্থাৎ নরেন্দ্র সিংহ তোমরের ছেলের আইটি কলেজ এবং খনির ব্যবসা আছে। এছাড়াও তিনি রাজনীতিও করেন। এমএমএ-র দিল্লি সভাপতি।