Bangla

নরেন্দ্র সিংহ তোমরের পুত্রবধূ কে?

বলিউড এবং রাজনৈতিক তারকাদের উপস্থিতিতে জয়পুরে এক জাঁকজমকপূর্ণ বিয়ে অনুষ্ঠিত হল বিজেপির প্রবীণ নেতা নরেন্দ্র সিং তোমারের ছেলের। 

Bangla

নরেন্দ্র সিংহ তোমরের বাড়িতে নতুন বউ

মঙ্গলবার রাতে হয়ে গেল জয়পুরের জয় প্যালেসে মধ্যপ্রদেশ বিধানসভার সভাপতি নরেন্দ্র সিংহ তোমরের ছেলে প্রবল প্রতাপ সিংহের বিয়ে। ভরতপুরের মেয়ে অরুন্ধতী সিংহকে বউ করে আনলেন।

Image credits: social media
Bangla

বাবা থেকে দাদু, সবাই রাজনীতিক

অরুন্ধতীও রাজস্থানের রাজনৈতিক পরিবার থেকে এসেছেন। তাঁর দাদু ভানুপ্রতাপ রাজাওয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি এবং বাবা রাজেশ সিং রাজাওয়াত বিজেপি যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি ছিলেন।

Image credits: social media
Bangla

কতটা পড়াশোনা করেছেন নববধূ?

অরুন্ধতী সিংহ উচ্চশিক্ষিত। তিনি বনস্থলী বিদ্যাপীঠ থেকে বিবিএ করেছেন এবং এখন দিল্লি থেকে এমবিএ করছেন।

Image credits: Our own
Bangla

রাজনীতিতে আগ্রহী নন অরুন্ধতী

জানা গিয়েছে, অরুন্ধতী সিংহ রাজনীতিতে বিশেষ আগ্রহী নন। তাঁর আগ্রহ ব্যবসায়ী হওয়ার। তাই তিনি বিবিএ করার পর এমবিএ করছেন।

Image credits: social media
Bangla

প্রবল রাজনীতি ও ব্যবসা দুটোই করেন

অরুন্ধতী সিংহের স্বামী অর্থাৎ নরেন্দ্র সিংহ তোমরের ছেলের আইটি কলেজ এবং খনির ব্যবসা আছে। এছাড়াও তিনি রাজনীতিও করেন। এমএমএ-র দিল্লি সভাপতি।

Image credits: social media

Politics: ভারতের সবচেয়ে শিক্ষিত আমলা তথা রাজনীতিবিদ কে জানেন?

PM Cook Selection: প্রধানমন্ত্রীর রান্নার জন্য কুক নির্বাচন হয় কীভাবে?

কীভাবে নির্বাচন কর হয় প্রধানমন্ত্রীর রাঁধুনি? কার হতে গুরুদায়িত্ব

কোটার ৭ টি সেরা হোস্টেলের ভাড়া ও সুবিধাগুলি দেখুন