রেখা গুপ্তা ও তাঁর স্বামী মনীষ গুপ্তের কিছু সুন্দর মুহূর্ত
রেখা গুপ্তা জিন্দাল এখন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী। তিনি তাঁর দায়িত্বভারও গ্রহণ করেছেন। সন্ধ্যা প্রায় ৭টায় প্রথম ক্যাবিনেট বৈঠকও হবে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার জন্ম হরিয়ানার জুলানায়। বাবার ব্যাংকে চাকরি ও বদলির কারণে তাঁর পরিবার দিল্লিতে চলে আসে যখন রেখা গুপ্তার বয়স মাত্র দুই বছর।
রেখা গুপ্তা দিল্লির ব্যবসায়ী মনীষ গুপ্তাকে ১৯৯৮ সালে বিয়ে করেন। মনীষ ব্যবসায়ী, রাজনীতিতে তাঁর কোন আগ্রহ নেই। তবে স্ত্রীকে সবসময় সঙ্গ দিয়েছেন।
স্বামী মনীষ বলেন, রেখা খুবই পরিশ্রমী, তিনি আমার পরিবারের মতো দিল্লির জনগণকে নিজের পরিবার মনে করেন। রাত দুটোয়ও কারও ফোন এলে সাহায্য করতে বেরিয়ে যান।
মনীষ জানান, বিয়ের আগে থেকেই রেখা আরএসএস এবং বিজেপির সাথে যুক্ত। কলেজ জীবন থেকেই দলের জন্য কাজ করছেন। কিন্তু আজ বিজেপি তাঁকে যে উপহার দিয়েছে তা অলৌকিক।
দিল্লির সিএম রেখা গুপ্তার পরিবারে চারজন সদস্য। ছেলে নিকুঞ্জ, মেয়ে হর্ষিতা এবং স্বামী মনীষ গুপ্ত।