Bangla

ভারতের সবচেয়ে ব্যয়বহুল ও বিলাসবহুল হোটেলের ছবি দেখে চোখ জুড়িয়ে নিন

ভারতের সবচেয়ে বিলাসবহুল হোটেল, রাজস্থানের জোধপুরের উমেদ ভবন প্যালেসের অভ্যন্তরীণ দৃশ্য দেখে নিন।

Bangla

জোধপুরের উমেদ ভবন প্যালেসই ভারতের সবচেয়ে বিলাসবহুল, ব্যয়সাপেক্ষ হোটেল

রাজস্থানের জোধপুরে অবস্থিত উমেদ ভবন প্যালেস ভারতের সবচেয়ে বিলাসবহুল পাঁচতারা হোটেল।

Image credits: Umaid bhawan palace website
Bangla

জোধপুরের উমেদ ভবন প্যালেসে এক রাত কাটানোর জন্য কত টাকা দিতে হয় জানেন?

উমেদ ভবন প্যালেস হোটেলে ৩৪৭টি কক্ষ আছে। রিপোর্ট অনুযায়ী, উমেদ ভবন প্যালেসে এক রাত থাকার ভাড়া ৪১০০০ টাকা থেকে ৪০০০০০ টাকা পর্যন্ত।

Image credits: Umaid bhawan palace website
Bangla

জোধপুরের উমেদ ভবন প্যালেসে অত্যাধুনিক ব্যবস্থাযুক্ত সব সুবিধা আছে

উমেদ ভবন প্যালেসে ৭০টি সুন্দর স্যুইট এবং কক্ষ আছে। ১৯৪৩ সালে যখন এটি তৈরি হয়েছিল, তখন এর খরচ ছিল ১১ মিলিয়ন টাকা (১.১০ কোটি টাকা)।

Image credits: Umaid bhawan palace website

Prayagraj Kumbh Mela 2025: সঙ্গমে সাজানো নৌকা এবং আলোকসজ্জার মেলা

মুম্বইয়ে মেট্রোর কর্মীদের পিষে দিল গাড়ি, কে এই অভিনেত্রী উর্মিলা?

ডঃ মনমোহন সিংহের শিক্ষা জীবন! গ্রাম থেকে অক্সফোর্ডের যাত্রা

প্রায় ৩ দশক আগে ভারতে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাতেও কাজাকস্তান যোগ!