Bangla

ভারতে দৈনন্দিন ভিক্ষাবৃত্তি করে পেট চালান লক্ষ লক্ষ মানুষ

সঠিক সংখ্যা সম্পর্কে বিশদ তথ্য না থাকলেও ২০১১ সালের জনগণনা অনুসারে ভিক্ষুকদের একটি পরিসংখ্যান পেশ হয়। 

Bangla

পশ্চিমবঙ্গ

২০২১ সালে ভারতের লোকসভায় কেন্দ্র সরকার দ্বারা নির্মিত একটি পরিসংখ্যান পেশ হয়, যাতে দেখা গেছে যে, ভারতে সবথেকে বেশি মানুষ ভিক্ষা করে পেট চালান পশ্চিমবঙ্গ রাজ্যে। 

Image credits: Our own
Bangla

২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী,

ভারতে ভিক্ষুকের সংখ্যা প্রায় ৪ লক্ষ ১৩ হাজারেরও বেশি। তাঁদের মধ্যে প্রায় ২.২১ লক্ষ পুরুষ এবং ১.৯২ লক্ষ মহিলা ভিক্ষুক আছেন। ১ হাজারেরও বেশি ভিক্ষুক রয়েছে, যাদের বয়স ১৯ বছরের কম।

Image credits: Our own
Bangla

৮১,২৪৪ জন ভিক্ষুক বাংলায়

পরিসংখ্যানে দেখা গেছে যে, দেশে সবচেয়ে বেশি ভিক্ষুকের সংখ্যা পশ্চিমবঙ্গে। সংখ্যাটা ৮১,২৪৪।

Image credits: Our own
Bangla

ভিক্ষাবৃত্তিতে পশ্চিমবঙ্গের পরেই রয়েছে উত্তরপ্রদেশ।

উত্তরপ্রদেশে ভিক্ষুকের সংখ্যা প্রায় ৬৫,৮৩৫। প্রথম দশের তালিকায় এই দুটি রাজ্যের পরে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অসম, ওড়িশা ও গুজরাত।

Image credits: Our own
Bangla

যদিও, উত্তরপ্রদেশে ১৯৭৫ সাল থেকে একটি আইন রয়েছে

সেই আইন অনুযায়ী ব্যক্তিগত জায়গায় ভিক্ষা করাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ কোনও নোটিস ছাড়াই ব্যক্তিগত জায়গায় ভিক্ষা করার কারণে যেকোনও ব্যক্তিকে গ্রেফতার করতে পারে।

Image credits: Our own
Bangla

কেন্দ্রীয়ভাবে ভারতে ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য কোনও নির্দিষ্ট আইন নেই

১৯৫৯ সালের বম্বে প্রিভেনশন অফ বেগিং অ্যাক্ট ২০-টিরও বেশি রাজ্যে লাগু রয়েছে। এমনকী রাজধানী দিল্লিতেও রয়েছে এই আইন, যার অধীনে ভিক্ষাবৃত্তি একটি অপরাধ।

Image credits: Our own
Bangla

'প্রিভেনশন অফ বেগিং অ্যাক্ট'-এর অধীনে শুধুমাত্র ভিক্ষা করাই নয়,

প্রকাশ্যে গান গেয়ে, নেচে, ছবি এঁকে, অথবা যে কোনও প্রতিভা পারফর্ম করে দেখিয়ে টাকা নেওয়াই ভিক্ষাবৃত্তি এবং তা শাস্তিযোগ্য অপরাধ। 

Image credits: Our own
Bangla

ভিক্ষা করতে করতে ধরা পড়লে ১-৩ বছরের জন্য বেগার হোমে রাখা হতে পারে

যদি কোনও ব্যক্তি ভিক্ষা করার কারণে দ্বিতীয়বার ধরা পড়েন, তাহলে ১০ বছর পর্যন্ত হাজতবাস হতে পারে। ভিক্ষাবৃত্তির জন্য কোনও পরোয়ানা না দিয়েই কাউকে গ্রেফতার করে নিতে পারে পুলিশ।

Image credits: Our own
Bangla

তবে, বিচারপ্রক্রিয়ার সময়ে

আদালত যদি মনে করে যে, ওই ব্যক্তি ভিক্ষা করছিলেন না তাহলে সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হতে পারে। কিন্তু, দোষী সাব্যস্ত হলে তাঁর সাজা হতে পারে।

Image Credits: Our own