Bangla

প্যালেস্টাইনের ফাঁদ এড়িয়ে ভারতীয়দের উদ্ধার করল ইজরায়েল ডিফেন্স ফোর্স

ইজরায়েল-হামাস সংঘাতের মধ্যে পড়ে ওয়েস্ট ব্যাঙ্কে পণবন্দি হয়েছিলেন ১০ জন ভারতীয়। তাঁদের উদ্ধার করল ইজরায়েল ডিফেন্স ফোর্স।

Bangla

ওয়েস্ট ব্যাঙ্কে পণবন্দি ১০ জন ভারতীয় শ্রমিককে উদ্ধার করল ইজরায়েল সেনা

ইজরায়েলের সেনাবাহিনী আবারও ভারতীয়দের সাহায্য করেছে। ইজরায়েল ডিফেন্স ফোর্স ওয়েস্ট ব্যাঙ্কে পণবন্দি ভারতীয় শ্রমিককে উদ্ধার করল।

Image credits: Getty
Bangla

ওয়েস্ট ব্যাঙ্কে এক মাস ধরে বন্দি থাকার পর ভারতীয় শ্রমিকদের উদ্ধার

হামাস ভারতীয় শ্রমিকদের গত এক মাস ধরে বন্দি করে রেখেছিল। তাঁদের উদ্ধার করতে আইডিএফ এই অভিযানটি রাতের অন্ধকারে চালিয়েছিল।

Image credits: Utah Reps/Wikipedia Commons
Bangla

ভারত থেকে কাজ করতে ইজরায়েলে গিয়েছিলেন শ্রমিকরা কিন্তু বিপত্তি বাঁধল

ইজরায়েলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছে। এই শ্রমিকরা ভারত থেকে কাজ করার জন্য ইজরায়েলে এসেছিলেন। কিন্তু তাঁদের প্যালেস্টাইনে পণবন্দি করা হয়।

Image credits: X/Twitter
Bangla

কাজের প্রলোভন দেখিয়ে প্যালেস্টাইনের জঙ্গিরা পাসপোর্ট কেড়ে নিয়েছিল

ইজরায়েলে জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষের মতে, প্যালেস্টাইনের জঙ্গিরা শ্রমিকদের কাজের প্রতিশ্রুতি দিয়ে ওয়েস্ট ব্যাঙ্কের আল-জায়েম গ্রামে ডেকে নিয়ে তাঁদের পাসপোর্ট কেড়ে নেয়।

Image credits: Getty
Bangla

ইজরায়েল ডিফেন্স ফোর্স অভিযান চালিয়ে সব ভারতীয় শ্রমিককে উদ্ধার করেছে

নির্মাণক্ষেত্রে কাজ করার জন্য আসা এই শ্রমিকদের উদ্ধার করার জন্য ইজরায়েলের সেনাবাহিনী এবং বিচার মন্ত্রক রাতভর অভিযান চালায়।

Image credits: Getty
Bangla

ভারতীয় শ্রমিকদের পণবন্দি করার ঘটনা কীভাবে জানতে পারল ইজরায়েলের সেনা?

ইজরায়েলের সেনাবাহিনীর নিয়মিত তদন্তের সময় ভারতীয় পাসপোর্টের অবৈধ ব্যবহার ধরা পড়ে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, ভারতীয় শ্রমিকদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে।

Image credits: X-@Defence_IDA
Bangla

ভারতীয়দের পাসপোর্ট ব্যবহার করে ইজরায়েলে ঢোকার চক্রান্ত করেছিল জঙ্গিরা

প্যালেস্টাইনের জঙ্গিরা এই পাসপোর্টে নিজেদের ছবি লাগিয়ে ইজরায়েলে অবৈধভাবে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু তার আগেই আইডিএফ শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়।

Image credits: Freepik

এলপিজি, বিমা, মিউচুয়াল ফান্ডে বদল, ১ মার্চ থেকে খরচ বাড়বে না কমবে?

Crop Top Styling Ideas Beyond: ক্রপ টপকে নানাভাবে স্টাইল করা যায়

স্বামীর সঙ্গে তোলা এই ছবিতে চিনতে পারবেন না মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে

যোগীর তোপ! অখিলেশ, মহাকুম্ভ নিয়ে কী বললেন?