ইজরায়েল-হামাস সংঘাতের মধ্যে পড়ে ওয়েস্ট ব্যাঙ্কে পণবন্দি হয়েছিলেন ১০ জন ভারতীয়। তাঁদের উদ্ধার করল ইজরায়েল ডিফেন্স ফোর্স।
ইজরায়েলের সেনাবাহিনী আবারও ভারতীয়দের সাহায্য করেছে। ইজরায়েল ডিফেন্স ফোর্স ওয়েস্ট ব্যাঙ্কে পণবন্দি ভারতীয় শ্রমিককে উদ্ধার করল।
হামাস ভারতীয় শ্রমিকদের গত এক মাস ধরে বন্দি করে রেখেছিল। তাঁদের উদ্ধার করতে আইডিএফ এই অভিযানটি রাতের অন্ধকারে চালিয়েছিল।
ইজরায়েলের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষ নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছে। এই শ্রমিকরা ভারত থেকে কাজ করার জন্য ইজরায়েলে এসেছিলেন। কিন্তু তাঁদের প্যালেস্টাইনে পণবন্দি করা হয়।
ইজরায়েলে জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষের মতে, প্যালেস্টাইনের জঙ্গিরা শ্রমিকদের কাজের প্রতিশ্রুতি দিয়ে ওয়েস্ট ব্যাঙ্কের আল-জায়েম গ্রামে ডেকে নিয়ে তাঁদের পাসপোর্ট কেড়ে নেয়।
নির্মাণক্ষেত্রে কাজ করার জন্য আসা এই শ্রমিকদের উদ্ধার করার জন্য ইজরায়েলের সেনাবাহিনী এবং বিচার মন্ত্রক রাতভর অভিযান চালায়।
ইজরায়েলের সেনাবাহিনীর নিয়মিত তদন্তের সময় ভারতীয় পাসপোর্টের অবৈধ ব্যবহার ধরা পড়ে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, ভারতীয় শ্রমিকদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে।
প্যালেস্টাইনের জঙ্গিরা এই পাসপোর্টে নিজেদের ছবি লাগিয়ে ইজরায়েলে অবৈধভাবে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু তার আগেই আইডিএফ শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়।