শনিবার শুরু হচ্ছে মার্চ মাস। চলতি অর্থবর্ষের শেষ মাসে বেশ কিছু পণ্য ও পরিষেবা ক্ষেত্রে বদল আসছে। ফলে খরচের ক্ষেত্রে প্রভাব পড়তে চলেছে।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাস শেষ। ১ মার্চ থেকে নতুন মাস শুরু হতে চলেছে। বেশ কিছু নিয়ম বদলাতে চলেছে।
মার্চের প্রথম তারিখ থেকে বেশ কিছু বড় আর্থিক পরিবর্তন আসছে, যার প্রভাব সরাসরি আপনার পকেটে পড়বে। জেনে নিন এই পরিবর্তনগুলি সম্পর্কে।
প্রতি মাসের প্রথম তারিখে সরকার এলপিজির দাম পর্যালোচনা করে। ১ মার্চও এর দামে পরিবর্তন হতে পারে। সিলিন্ডারের দাম বাড়লে তার সরাসরি প্রভাব আপনার পকেটে পড়বে।
১ মার্চ থেকে IRDA-এর নতুন নিয়ম অনুযায়ী UPI-এর মাধ্যমে বিমার প্রিমিয়ামের টাকা করা সহজ হবে। ফলে সবারই সুবিধা হবে।
১ মার্চ থেকে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দামেও পরিবর্তন দেখা দিতে পারে, যার প্রভাব সরাসরি বিমানের ভাড়ায় পড়তে পারে।
১ মার্চ থেকে মিউচুয়াল ফান্ড এবং বিনিয়োগকারীরা সর্বোচ্চ ১০ জন নমিনি করতে পারবেন। এই সংক্রান্ত নিয়মে বদল আসছে।
১ মার্চ থেকে বেশ কিছু ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হারে পরিবর্তন আনতে পারে। এর ফলে সুদের হার বাড়তে বা কমতে পারে, যার প্রভাব আপনার পকেটে পড়বে।
EPFO, UAN অ্যাক্টিভেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধারের সঙ্গে লিঙ্ক করার শেষ তারিখ ১৫ই মার্চ করেছে। ELI প্রকল্পের সুবিধা পেতে এটি অ্যাক্টিভেট করা জরুরি।