Bangla

১ মার্চ থেকে অর্থ সংক্রান্ত ৬টি নিয়মে বদল আসছে, পকেটে পড়বে প্রভাব

শনিবার শুরু হচ্ছে মার্চ মাস। চলতি অর্থবর্ষের শেষ মাসে বেশ কিছু পণ্য ও পরিষেবা ক্ষেত্রে বদল আসছে। ফলে খরচের ক্ষেত্রে প্রভাব পড়তে চলেছে।

Bangla

১ মার্চ থেকে দেশে বেশ কিছু পণ্য ও পরিষেবা ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে

২০২৫ সালের ফেব্রুয়ারি মাস শেষ। ১ মার্চ থেকে নতুন মাস শুরু হতে চলেছে। বেশ কিছু নিয়ম বদলাতে চলেছে।

Image credits: Freepik
Bangla

দেশে পণ্য ও পরিষেবা ক্ষেত্রে এই বদলগুলির প্রভাব সরাসরি পকেটে পড়বে

মার্চের প্রথম তারিখ থেকে বেশ কিছু বড় আর্থিক পরিবর্তন আসছে, যার প্রভাব সরাসরি আপনার পকেটে পড়বে। জেনে নিন এই পরিবর্তনগুলি সম্পর্কে।

Image credits: Wikimedia Commons
Bangla

১ মার্চ রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে বদল আসতে পারে, ফলে খরচ বাড়বে

প্রতি মাসের প্রথম তারিখে সরকার এলপিজির দাম পর্যালোচনা করে। ১ মার্চও এর দামে পরিবর্তন হতে পারে। সিলিন্ডারের দাম বাড়লে তার সরাসরি প্রভাব আপনার পকেটে পড়বে।

Image credits: social media
Bangla

১ মার্চ থেকে UPI-এর মাধ্যমে বিমার প্রিমিয়ামের টাকা দেওয়া সহজ হবে

১ মার্চ থেকে IRDA-এর নতুন নিয়ম অনুযায়ী UPI-এর মাধ্যমে বিমার প্রিমিয়ামের টাকা করা সহজ হবে। ফলে সবারই সুবিধা হবে।

Image credits: Social Media
Bangla

১ মার্চ বিমানের জ্বালানির দামে পরিবর্তন আসতে চলেছে, ফলে খরচ বাড়বে

১ মার্চ থেকে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দামেও পরিবর্তন দেখা দিতে পারে, যার প্রভাব সরাসরি বিমানের ভাড়ায় পড়তে পারে।

Image credits: freepik
Bangla

১ মার্চ মিউচুয়াল ফান্ড ও বিনিয়োগকারীদের নমিনির ক্ষেত্রে বদল আসছে

১ মার্চ থেকে মিউচুয়াল ফান্ড এবং বিনিয়োগকারীরা সর্বোচ্চ ১০ জন নমিনি করতে পারবেন। এই সংক্রান্ত নিয়মে বদল আসছে।

Image credits: Getty
Bangla

১ মার্চ থেকে ব্যাঙ্কে স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হারে বদল আসছে

১ মার্চ থেকে বেশ কিছু ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হারে পরিবর্তন আনতে পারে। এর ফলে সুদের হার বাড়তে বা কমতে পারে, যার প্রভাব আপনার পকেটে পড়বে।

Image credits: Getty
Bangla

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের UAN অ্যাক্টিভেট করার শেষ তারিখ কবে জানুন

EPFO, UAN অ্যাক্টিভেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধারের সঙ্গে লিঙ্ক করার শেষ তারিখ ১৫ই মার্চ করেছে। ELI প্রকল্পের সুবিধা পেতে এটি অ্যাক্টিভেট করা জরুরি।

Image credits: iSTOCK

Crop Top Styling Ideas Beyond: ক্রপ টপকে নানাভাবে স্টাইল করা যায়

স্বামীর সঙ্গে তোলা এই ছবিতে চিনতে পারবেন না মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে

যোগীর তোপ! অখিলেশ, মহাকুম্ভ নিয়ে কী বললেন?

৪ কোটি টাকা প্রতারণা প্রযোজকদের, অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ের