India

রবিবারই শেষ হল কালি-পিলি যাত্রা

রবিবারই শেষ হল কালি-পিলির ২০ বছরের নির্ধারিত সময়সীমা। ৩০ অক্টোবর, সোমবার থেকে মুম্বইয়ের বিখ্যাত কালো-হলুদ ট্যাক্সির যুগ ঠাঁই পাবে ইতিহাসের পাতায়।

Image credits: Getty

কালো-হলুদ ট্যাক্সি

মুম্বই মানেই চোখের সামনে প্রথম ভেসে ওঠে রাস্তা জোরা কালো-হলুদ ট্যাক্সি। শেষ পাঁচ দশক সময় ধরে এই হলুদ-কালো ট্যাক্সিই মুম্বইবাসীর সব রকমের সফরের সঙ্গী।

Image credits: Getty

ক্ষীন হয়ে এসেছে কালি-পিলির যুগ

কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে ধীরে ধীরে ক্ষীন হয়ে এসেছে কালি-পিলি। মুম্বইয়ের দোতালা বাসের পর এবার বানিজ্য নগরীর রাস্তা থেকে হারিয়ে যাচ্ছে কালো-হলুদ ট্যাক্সিও।

Image credits: Getty

যাত্রা শেষ হচ্ছে এই রবিবারই

মূলত মুম্বইয়ে বাণিজ্যিক গাড়ি একটানা ২০ বছর ব্যবহার করা যায়।কালো-হলুদ ট্যাক্সির ক্ষেত্রে নথিভুক্ত আরটিও-এর তারিখ ছিল ২০০৩ সালের ২৯ অক্টোবর। যা শেষ হচ্ছে এই রবিবারই।

Image credits: Getty

কালি-পিলি ট্যাক্সিকে সংরক্ষণের আর্জি

মুম্বইয়ের গাড়ি প্রেমীদের কাছেও আজকের দিনটি মনখারাপের। কালি-পিলি ট্যাক্সিকে সংরক্ষণেরও আর্জি জানিয়েছেন।

Image credits: Getty

যুগের অবসান

অ্যাপক্যাবের যুগে ধীরে ধীরে বাজার থেকে মিলিয়ে যাচ্ছে কালীপিলি ট্যাক্সি। দোতলা বাসের পর এবার মুছে গেল কালি-পিলি ট্যাক্সি।

Image credits: Getty