Bangla

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা

দিল্লির রাজেন্দ্র নগরে কোচিং সেন্টারে সলিল সমাধি তিন পরিবারের স্বপ্নের। তিন জনই সিভিল সার্ভিসের প্রস্তুতিনিচ্ছিলেন চিনুন তিন পড়ুয়াকে।

Bangla

মৃত তিন পড়ুয়া

মৃত তিন পড়ুয়া হল তানিয়া সোনি (২৫) শ্রেয় যাদব (২৫) আক নেভিন ডালউইন (২৮)। দুই ছাত্রী ও এক ছাত্রের মৃত্যু।

Image credits: GOOGLE
Bangla

বেসমেন্টে জল

RAU's কোচিং সেন্টারের বেসমেন্টের লাইব্রেরিতে পড়ছিলেন পুড়ায়া। সেই সময়ই বৃষ্টির জল ঢুকে পড়ে হুহু করে। তাতে অনেকেই বেরিয়ে যেতে পারেন।

Image credits: social media
Bangla

তিন পড়ুয়া আটকে পড়ে

দিল্লির বেসমেন্টে তিন পড়ুয়া বেরিয়ে আসতে পারেনি জলের তোড় থেকে। সেখানেই আটকে পড়ে মৃ্ত্যু হয়। কোচিং সেন্টারের মালিক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে।

Image credits: social media
Bangla

তানিয়া সোনি

তানিয়া সোনি তেলাঙ্গনার বাসিন্দা। মাত্র দুই মাস আগেই আইএএস প্রশিক্ষণ নিতে কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন।

Image credits: social media
Bangla

শ্রেয়া যাদব

উত্তর প্রদেশের আম্বেদকর নগরের বাসিন্দা। বাবা -মায়ের প্রথম সন্তান। পরিবারের সদস্যদের ইচ্ছেতেই প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন।

Image credits: google
Bangla

নেভিন ডালউইন

কেরলের বাসিন্দা নেভিন ডালউইন। জেএনইউ থেকে পিএইচডি করার পরে তিনি আইএএস হওয়ার জন্য কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন।

Image credits: social media
Bangla

অভিযোগের তীর

দিল্লির প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে ছাত্র ছাত্রীরা। তাদের অভিযোগ এলাকায় ড্রেন এবং জলনিকাশি ব্যবস্থা বেহাল।

Image Credits: google