দিল্লির রাজেন্দ্র নগরে কোচিং সেন্টারে সলিল সমাধি তিন পরিবারের স্বপ্নের। তিন জনই সিভিল সার্ভিসের প্রস্তুতিনিচ্ছিলেন চিনুন তিন পড়ুয়াকে।
মৃত তিন পড়ুয়া হল তানিয়া সোনি (২৫) শ্রেয় যাদব (২৫) আক নেভিন ডালউইন (২৮)। দুই ছাত্রী ও এক ছাত্রের মৃত্যু।
RAU's কোচিং সেন্টারের বেসমেন্টের লাইব্রেরিতে পড়ছিলেন পুড়ায়া। সেই সময়ই বৃষ্টির জল ঢুকে পড়ে হুহু করে। তাতে অনেকেই বেরিয়ে যেতে পারেন।
দিল্লির বেসমেন্টে তিন পড়ুয়া বেরিয়ে আসতে পারেনি জলের তোড় থেকে। সেখানেই আটকে পড়ে মৃ্ত্যু হয়। কোচিং সেন্টারের মালিক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে।
তানিয়া সোনি তেলাঙ্গনার বাসিন্দা। মাত্র দুই মাস আগেই আইএএস প্রশিক্ষণ নিতে কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন।
উত্তর প্রদেশের আম্বেদকর নগরের বাসিন্দা। বাবা -মায়ের প্রথম সন্তান। পরিবারের সদস্যদের ইচ্ছেতেই প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন।
কেরলের বাসিন্দা নেভিন ডালউইন। জেএনইউ থেকে পিএইচডি করার পরে তিনি আইএএস হওয়ার জন্য কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন।
দিল্লির প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে ছাত্র ছাত্রীরা। তাদের অভিযোগ এলাকায় ড্রেন এবং জলনিকাশি ব্যবস্থা বেহাল।
সংসদে প্রথম বক্তব্যেই বাজিমাৎ কঙ্গনা রানাউতের, দেখুন কী বললেন
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত্যু, চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত
NDA না UPA? পাশ-ফেলের খতিয়ান প্রকাশ কংগ্রেসের
Swami Vivekananda: কীভাবে নরেন্দ্রনাথ দত্তর নাম হল স্বামী বিবেকানন্দ?