এ বছর সোজা রথযাত্রা ছিল গত ২০ জুন, মঙ্গলবার। উল্টোরথ পালিত হবে ২৮ জুন, বুধবার। আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয় রথযাত্রা।
India Jun 28 2023
Author: Parna Sengupta Image Credits:Getty
Bangla
পুরীতে নেই উল্টোরথ
রথযাত্রা পালিত হওয়ার ৮দিন পরে দশমী তিথিতে উল্টোরথ যাত্রা হয়। ভক্তরাই এই রথ পুরীর রাস্তায় টানেন। রথযাত্রাটি প্রায় ৩ কিলোমিটার দূরত্ব জুড়ে গুন্ডিচা মন্দিরে শেষ হয়।
Image credits: Getty
Bangla
পুরীতে নেই উল্টোরথ
গুন্ডিচা মন্দিরে পৌঁছতে প্রায় ১ দিন সময় লাগে রথের। এখানেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ৮ দিন থাকার পরে ৯ দিনের মাথায় বেরিয়ে পড়েন। বুধবার সেই নবম দিন।
Image credits: Getty
Bangla
পুরীতে নেই উল্টোরথ
রথযাত্রার ঠিক ৮ দিনের মাথায় গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ দেব যাত্রা করেন নিজ ধাম পুরীর মন্দিরের উদ্দেশ্যে। এই দিনটিকে বাঙালীরা বলেন উল্টোরথ।
Image credits: Getty
Bangla
পুরীতে নেই উল্টোরথ
জেনে নিন যে গুন্ডিচা দেবী হলেন জগন্নাথ দেবের মাসি। ইতিহাস বলে এই তথ্যও ভুল জানি আমরা। গুন্ডিচা দেবী ছিলেন রাজা ইন্দ্রদ্যুন্মের স্ত্রী।
Image credits: Getty
Bangla
পুরীতে নেই উল্টোরথ
রুদ্ধদ্বারে জগন্নাথ মন্দির নির্মানকালে বিশ্বকর্মার কাজে ভঙ্গ দিয়েছিল তিনিই। তাই এই কদিন হাওয়া বদল করতে জগন্নাথ দেব যান রাণী গুন্ডিচার নামাঙ্কিত মন্দিরে।
Image credits: Getty
Bangla
পুরীতে নেই উল্টোরথ
৮ দিন অতিক্রান্ত হলে তিনি রওনা দেন মন্দিরের উদ্দেশ্যে। পথে তাঁর রথ থামে মাসির বাড়ির কাছে। একেই উল্টোরথ বলে জানি আমরা।
Image credits: Getty
Bangla
পুরীতে নেই উল্টোরথ
পুরীতে এরকম কোনও নামে কোনও অনুষ্ঠান হয় না। ওড়িশায় এই দিনটিকে বলা হয় বাহুরাযাত্রা।