Bangla

পুরীতে নেই উল্টোরথ

এ বছর সোজা রথযাত্রা ছিল গত ২০ জুন, মঙ্গলবার। উল্টোরথ পালিত হবে ২৮ জুন, বুধবার। আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয় রথযাত্রা।

Bangla

পুরীতে নেই উল্টোরথ

রথযাত্রা পালিত হওয়ার ৮দিন পরে দশমী তিথিতে উল্টোরথ যাত্রা হয়। ভক্তরাই এই রথ পুরীর রাস্তায় টানেন। রথযাত্রাটি প্রায় ৩ কিলোমিটার দূরত্ব জুড়ে গুন্ডিচা মন্দিরে শেষ হয়।

Image credits: Getty
Bangla

পুরীতে নেই উল্টোরথ

গুন্ডিচা মন্দিরে পৌঁছতে প্রায় ১ দিন সময় লাগে রথের। এখানেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ৮ দিন থাকার পরে ৯ দিনের মাথায় বেরিয়ে পড়েন। বুধবার সেই নবম দিন।

Image credits: Getty
Bangla

পুরীতে নেই উল্টোরথ

রথযাত্রার ঠিক ৮ দিনের মাথায় গুন্ডিচা মন্দির থেকে জগন্নাথ দেব যাত্রা করেন নিজ ধাম পুরীর মন্দিরের উদ্দেশ্যে। এই দিনটিকে বাঙালীরা বলেন উল্টোরথ।

Image credits: Getty
Bangla

পুরীতে নেই উল্টোরথ

জেনে নিন যে গুন্ডিচা দেবী হলেন জগন্নাথ দেবের মাসি। ইতিহাস বলে এই তথ্যও ভুল জানি আমরা। গুন্ডিচা দেবী ছিলেন রাজা ইন্দ্রদ্যুন্মের স্ত্রী।

Image credits: Getty
Bangla

পুরীতে নেই উল্টোরথ

রুদ্ধদ্বারে জগন্নাথ মন্দির নির্মানকালে বিশ্বকর্মার কাজে ভঙ্গ দিয়েছিল তিনিই। তাই এই কদিন হাওয়া বদল করতে জগন্নাথ দেব যান রাণী গুন্ডিচার নামাঙ্কিত মন্দিরে।

Image credits: Getty
Bangla

পুরীতে নেই উল্টোরথ

৮ দিন অতিক্রান্ত হলে তিনি রওনা দেন মন্দিরের উদ্দেশ্যে। পথে তাঁর রথ থামে মাসির বাড়ির কাছে। একেই উল্টোরথ বলে জানি আমরা।

Image credits: Getty
Bangla

পুরীতে নেই উল্টোরথ

পুরীতে এরকম কোনও নামে কোনও অনুষ্ঠান হয় না। ওড়িশায় এই দিনটিকে বলা হয় বাহুরাযাত্রা।

Image credits: Getty

IAS-এ ১১৬ ব়্যাঙ্ক, তবে রূপের বাহারে নেট দুনিয়া কাঁপাচ্ছেন আসনা চৌধুরী

শত্রু দেশকে চমকে ভারতের আকাশে মাথা তুলল মানবহীন ড্রোন তাপস

খরচ আকাশছোঁয়া! নরেন্দ্র মোদীর সবচেয়ে দামী পাঁচটি বিদেশ সফরের তালিকা

ঘূর্ণিঝড় বিপর্যয়ের ল্যান্ডফল শুরু, ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট