Bangla

আছড়ে পড়ছে বিপর্যয়

ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় বৃহস্পিতাবর সন্ধ্যে নাগাদ। আসল ঘূর্ণিঝড় বর্তমানে উপকূল থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

Bangla

ক্যাটাগরি -৩ ঝড়

আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন মূল ঝড়টি সমুদ্র পার হয়ে রাতে ল্যান্ডফল করবে। বিপর্যয় ক্যাটাগরি-৩ এর ঘূর্ণিঝড়। মূল ঝড়টি ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ থাকবে ১১৫-১২৫ কিলোমিটার।

Image credits: Getty
Bangla

বর্তমানে বাতাসের গতিবেগ

ঘূর্ণিঝড়ের কেন্দ্র ৫০ কিলোমিটার প্রশস্ত। রাত ১০টার দিকে মূলভূখণ্ডে আছড়ে পড়বে। বর্তমানে বাতাসের গতিবেগ ৬০-৮০ কিলোমিটার।

Image credits: Getty
Bangla

ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাস

গুররাটের ভূজ কচ্ছ ইতিমধ্যেই জলোচ্ছ্বাস শুরু হয়েছে। ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে বইছে বাতাস।

Image credits: Getty
Bangla

ঝড়ের প্রভাব

দ্বারকা মাণ্ডভি মোরবিতে ইতিমধ্যই ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাব পড়তে শুরু করেছে।

Image credits: Getty
Bangla

মুম্বইয়ে প্রভাব

মুম্বইয়ে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ছে। ইতিমধ্যে জলোচ্ছাস আপ দমকা বাতাস বইছে।

Image credits: Getty
Bangla

সতর্ক দুই রাজ্যের সরকার

ঘূর্ণিঝড় মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা নিয়ে মহারাষ্ট্র ও গুজরাট সরকার। ইতিম্ধ্যেই একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।

Image credits: Getty
Bangla

গুজরাটে বিপর্যয় মোকাবিলা বাহিনী

গুজরাট সরকার এক লক্ষ্য মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়ে গেছে। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Image credits: Getty
Bangla

খালি ২০টি গ্রাম

উপকূলবর্তী ১০ কিলোমিটার এলাকাজুড়ে ২০টি গ্রাম খালি করা হয়েছে।

Image credits: Getty
Bangla

ব্যাহত পরিষেবা

ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। গুজরাট বিমানবন্দরের বাণিজ্যিক কাজকর্ম শুক্রবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

Image credits: Getty

Weird Storms: আমফান, হুদহুদ, আয়লা ঘূর্ণিঝড়ের বিচিত্র সব ডাকনাম

ককপিটে মহিলাকে নিয়ে লেহ ভ্রমণ, সাসপেন্ড ২ এয়ার ইন্ডিয়ার পাইলট

কতটা বিধ্বংসী চেহারা হতে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়ের, দেখুন ছবি

ওড়িশার ট্রেন দুর্ঘটনাস্থলে দুর্গন্ধ কী মারা মানুষের দেহ পচার গন্ধ