ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় বৃহস্পিতাবর সন্ধ্যে নাগাদ। আসল ঘূর্ণিঝড় বর্তমানে উপকূল থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন মূল ঝড়টি সমুদ্র পার হয়ে রাতে ল্যান্ডফল করবে। বিপর্যয় ক্যাটাগরি-৩ এর ঘূর্ণিঝড়। মূল ঝড়টি ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ থাকবে ১১৫-১২৫ কিলোমিটার।
ঘূর্ণিঝড়ের কেন্দ্র ৫০ কিলোমিটার প্রশস্ত। রাত ১০টার দিকে মূলভূখণ্ডে আছড়ে পড়বে। বর্তমানে বাতাসের গতিবেগ ৬০-৮০ কিলোমিটার।
গুররাটের ভূজ কচ্ছ ইতিমধ্যেই জলোচ্ছ্বাস শুরু হয়েছে। ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে বইছে বাতাস।
দ্বারকা মাণ্ডভি মোরবিতে ইতিমধ্যই ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাব পড়তে শুরু করেছে।
মুম্বইয়ে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ছে। ইতিমধ্যে জলোচ্ছাস আপ দমকা বাতাস বইছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা নিয়ে মহারাষ্ট্র ও গুজরাট সরকার। ইতিম্ধ্যেই একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।
গুজরাট সরকার এক লক্ষ্য মানুষকে উপকূলবর্তী এলাকা থেকে সরিয়ে নিয়ে গেছে। উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
উপকূলবর্তী ১০ কিলোমিটার এলাকাজুড়ে ২০টি গ্রাম খালি করা হয়েছে।
ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে একাধিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। গুজরাট বিমানবন্দরের বাণিজ্যিক কাজকর্ম শুক্রবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।