Bangla

কে এই আসনা চৌধুরী

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রাজ করছেন আসনা। ২০২২ সালের ইউপিএসসি-তে ১১৬ তম ব়্যাঙ্ক করে আইএএস-ও হয়েছেন তিনি।

Bangla

সোশ্যাল মিডিয়া ক্রেজ

আসনা সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড সক্রিয়। ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্টও আছে। সেখানে তিনি সমানে তাঁর সুন্দর সুন্দর ছবি শেয়ারও করেন

Image credits: Instagram
Bangla

২ বার বিফলে তৃতীয় বারের মিলেছে সাফল্য

কথাতেই আছে তুমি চাও তার পিছনে পড়ে যাও। যতক্ষণ না পর্যন্ত তা হাতের মুঠোয় আসছে ততক্ষণ লড়ে যাও। আসনাও সাহসিনী নারী, ২ বার UPSC-তে ব্যর্থ হয়েও থেমে থাকেননি তৃতীয়বারে হয়েছেন সফল

Image credits: Instagram
Bangla

কোন কলেজের ছাত্রী আসনা

দিল্লির শ্রীরাম কলেজের ছাত্রী ছিলেন আসনা। সেখান থেকে তিনি ইংরাজি সাহিত্যে সাম্মানিক বিএ ডিগ্রি লাভ করেন

Image credits: Instagram
Bangla

সমাজ সেবাতেও সক্রিয় আসনা

সমাজ সেবাতেও সমানভাবে সক্রিয় আসনা। শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি

Image credits: Instagram
Bangla

কোথায় বাস আসনা চৌধুরীর

উত্তরপ্রদেশের হাপুর জেলার পিলখুয়া-র বাসিন্দা আসনা

Image credits: Instagram
Bangla

কোনও দিন কোচিং নেননি আসনা

আসনা তাঁর বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রম দিয়ে ইউপিএসসি-তে উত্তীর্ণ হয়েছেন। তিনি এর জন্য কোনও দিনই কোচিং-এ যাননি

Image credits: Instagram
Bangla

কীভাবে ইউপিএসসি-তে সাফল্য পেলেন আসনা

ইউপিএসসি-র জন্য রোজ ৬ থেক ৮ ঘণ্টা পড়াশোনা করতেন। পাশাপাশি চলত তাঁর মাস্টার্সের জন্য পড়াশোনা

Image credits: Instagram
Bangla

কেমন পরিবার আসনা-র

আসনার বাবা একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নাম অজিত চৌধুরী। মা-এর নাম ইন্দু সিং

Image credits: Instagram
Bangla

আসনার পরামর্শ

এই মুহূর্তে তাঁর পোস্টিং-এর জন্য অপেক্ষা করছেন আসনা। তাঁর একটাই পরামর্শ কখনও হাল ছেড়ো না

Image credits: Instagram

শত্রু দেশকে চমকে ভারতের আকাশে মাথা তুলল মানবহীন ড্রোন তাপস

খরচ আকাশছোঁয়া! নরেন্দ্র মোদীর সবচেয়ে দামী পাঁচটি বিদেশ সফরের তালিকা

ঘূর্ণিঝড় বিপর্যয়ের ল্যান্ডফল শুরু, ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট

Weird Storms: আমফান, হুদহুদ, আয়লা ঘূর্ণিঝড়ের বিচিত্র সব ডাকনাম