এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রাজ করছেন আসনা। ২০২২ সালের ইউপিএসসি-তে ১১৬ তম ব়্যাঙ্ক করে আইএএস-ও হয়েছেন তিনি।
আসনা সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড সক্রিয়। ইনস্টাগ্রামে তাঁর অ্যাকাউন্টও আছে। সেখানে তিনি সমানে তাঁর সুন্দর সুন্দর ছবি শেয়ারও করেন
কথাতেই আছে তুমি চাও তার পিছনে পড়ে যাও। যতক্ষণ না পর্যন্ত তা হাতের মুঠোয় আসছে ততক্ষণ লড়ে যাও। আসনাও সাহসিনী নারী, ২ বার UPSC-তে ব্যর্থ হয়েও থেমে থাকেননি তৃতীয়বারে হয়েছেন সফল
দিল্লির শ্রীরাম কলেজের ছাত্রী ছিলেন আসনা। সেখান থেকে তিনি ইংরাজি সাহিত্যে সাম্মানিক বিএ ডিগ্রি লাভ করেন
সমাজ সেবাতেও সমানভাবে সক্রিয় আসনা। শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি
উত্তরপ্রদেশের হাপুর জেলার পিলখুয়া-র বাসিন্দা আসনা
আসনা তাঁর বুদ্ধিমত্তা এবং কঠোর পরিশ্রম দিয়ে ইউপিএসসি-তে উত্তীর্ণ হয়েছেন। তিনি এর জন্য কোনও দিনই কোচিং-এ যাননি
ইউপিএসসি-র জন্য রোজ ৬ থেক ৮ ঘণ্টা পড়াশোনা করতেন। পাশাপাশি চলত তাঁর মাস্টার্সের জন্য পড়াশোনা
আসনার বাবা একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নাম অজিত চৌধুরী। মা-এর নাম ইন্দু সিং
এই মুহূর্তে তাঁর পোস্টিং-এর জন্য অপেক্ষা করছেন আসনা। তাঁর একটাই পরামর্শ কখনও হাল ছেড়ো না