Bangla

সাংসদ কঙ্গনা

অভিনেত্রী থেকে সাংসদ হয়েছে কঙ্গনা রানাউত। বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন তিনি।

Bangla

প্রথম বক্তব্যেই বাজিমাত

বৃহস্পতিবার বাজেট অধিবেশনে প্রথম বলার সুযোগ পান কঙ্গনা। সেখানেই নিজের রাজ্যের কথা তুলে ধরেন।

Image credits: Instagram
Bangla

কঙ্গনার বার্তা

বিজেপি সাংসদ হিমাচলের উপজাতীয় সঙ্গীত এবং লোকশিল্পের 'বিলুপ্তি' নিয়ে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্যের অংশ শেয়ার করেছেন।

Image credits: Instagram
Bangla

মান্ডির সাংসদ কঙ্গনা

হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গেছেন কঙ্গনা রানাউত। সেই এলাকার কথাই বলেন।

Image credits: Instagram
Bangla

কঙ্গনার বার্তা

কঙ্গনা বলেন, মান্ডিতে, বিভিন্ন শিল্পকলা রয়েছে যা বিলুপ্ত হওয়ার পথে।

Image credits: Instagram
Bangla

কাঠ-কুনি শিল্প

কঙ্গনার কথায় কাঠ-কুনি শিল্প ধ্বংসের পথে। ভেড়ার চামড়া দিয়ে জ্যাকেট, ক্যাপ, শাল, সোয়েটার তৈরি হয়। কিন্তু এগুলি বিলুপ্তির পথে

Image credits: Instagram
Bangla

লোক সঙ্গীত নিয়ে বার্তা

হিমাচল প্রদেশের লোকসংগীত, বিশেষ করে স্পিতি, কিন্নর এবং ভারমৌরের উপজাতীয় সঙ্গীত এবং তাদের লোকজ ও শিল্পকলাও বিলুপ্তির পথে। এগুলি বাঁচানো প্রয়োজন।

Image credits: Instagram
Bangla

বিপাকে কঙ্গনা

মান্ডি থেকে কঙ্গনা রানাউতের জয়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়েছে রাজ্যের হাইকোর্টে। যা নিয়ে বুধবার সাংসদকে নোটিস পাঠিয়েছে হাইকোর্ট।

Image credits: Instagram
Bangla

আবেদনকারীর দাবি

আবেদনকারী লায়াকরাম নেগি আদালতকে জানিয়েছেন, মন্ডী লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু রিটার্নিং অফিসার অবৈধ ভাবে তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

Image credits: Instagram
Bangla

পুরো নির্বাচন বাতিলের দাবি

পুরো নির্বাচন বাতিলের দাবি এই পরিস্থিতিতে মন্ডী লোকসভা কেন্দ্রের পুরো নির্বাচনী প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন তিনি।

Image credits: Instagram

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত্যু, চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত

NDA না UPA? পাশ-ফেলের খতিয়ান প্রকাশ কংগ্রেসের

Swami Vivekananda: কীভাবে নরেন্দ্রনাথ দত্তর নাম হল স্বামী বিবেকানন্দ?

বায়ু দূষণের যুদ্ধে দিল্লি হারিয়ে দিল ধ্বংসপুরী গাজা স্ট্রিপকে