Bangla

আইআইটি বোম্বে

কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি-র তালিকায় ভারত থেকে সবার প্রথমে রয়েছে আইআইটি বোম্বে। তালিকায় ১৪৯ নম্বরে রয়েছে। গতবারের ব়্যাঙ্কিং থেকে ২৩ ধাপ উঠে এসেছে আইআইটি বোম্বে

Bangla

আইআইটি দিল্লি

ভারত থেকে এরপর কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং-এ রয়েছে আইআইটি দিল্লি। ওভার অল তালিকায় ১৯৭ নম্বর স্থানে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান

Image credits: Facebook
Bangla

আইআইএসসি ব্যাঙ্গালোর

কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং-এ ১৯৭ নম্বর স্থানে রয়েছে আইআইএসসি ব্যাঙ্গালোর। ওভারঅল তালিকায় ২২৫নম্বর স্থানে রয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠান

Image credits: Facebook
Bangla

আইআইটি খড়গপুর

কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং- এ ২৭১ নম্বর স্থানে রয়েছে আইআইটি খড়গপুর

Image credits: Facebook
Bangla

আইআইটি কানপুর

কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং- এ ২৭৮ নম্বর স্থানে রয়েছে আইআইটি কানপুর

Image credits: Facebook
Bangla

আইআইটি মাদ্রাজ

কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং- এ ২৮৫ নম্বর স্থানে রয়েছে আইআইটি মাদ্রাজ

Image credits: Facebook
Bangla

আইআইটি গুয়াহাটি

৭। আইআইটি গুয়াহাটি কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং- এ ৩৬৪ নম্বর স্থানে রয়েছে আইআইটি গুয়াহাটি

Image credits: Facebook
Bangla

আইআইটি রুরকি

কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং- এ ৩৬৯ নম্বর স্থানে রয়েছে আইআইটি রুরকি

Image credits: Facebook
Bangla

ইউনিভার্সিটি অফ দিল্লি

৪০৭ নম্বর স্থানে রয়েছে ইউনিভার্সিটি অফ দিল্লি। এই প্রথম কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি-র তালিকায় এল এই শিক্ষাপ্রতিষ্ঠান

Image credits: Facebook
Bangla

আন্না ইউনিভার্সিটি

কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ব়্যাঙ্কিং- এ অভিষেক ঘটিয়েছে আন্না ইউনিভার্সিটিও। আর অভিষেকেই ৪২৭ নম্বর স্থানে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান।

Image Credits: Facebook