Bangla

আবার ট্রেন দুর্ঘটনা

উত্তর প্রদেশে আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত।

Bangla

১০-১২টি কামরা লাইনচ্যুত

উত্তর প্রদেশে আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের ১০-১২টি কামলা লাইনচ্যুত হয়েছে বলে রেল সূত্রে খবর।

Image credits: social media
Bangla

দুর্ঘটনায় মৃত্যু

চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৫০।

Image credits: social media
Bangla

দুর্ঘটনা সময়

বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ গোন্ডা ও মনকাপুরের মাঝে জিলাহী স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।

Image credits: social media
Bangla

ক্ষতিগ্রস্ত বাতানুকূল কামরা

ট্রেনের একটি বাতানুকূল কামরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Image credits: social media
Bangla

দুর্ঘটনার কারণ

কী কারণে দুর্ঘটনা ঘটল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। উত্তরপ্রদেশ সরকারের তরফে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল।

Image credits: social media
Bangla

তৎপর উত্তর প্রদেশ সরকার

রেল দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ শুরু হয়েছে। বেশ কয়েক জনকে ইতিমধ্যেই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

Image credits: social media

NDA না UPA? পাশ-ফেলের খতিয়ান প্রকাশ কংগ্রেসের

Swami Vivekananda: কীভাবে নরেন্দ্রনাথ দত্তর নাম হল স্বামী বিবেকানন্দ?

বায়ু দূষণের যুদ্ধে দিল্লি হারিয়ে দিল ধ্বংসপুরী গাজা স্ট্রিপকে

দিল্লি দুষণ মোকাবিলায় কৃত্রিম বৃষ্টি তৈরি করবে IIT- Kanpur