উত্তর প্রদেশে আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত।
উত্তর প্রদেশে আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের ১০-১২টি কামলা লাইনচ্যুত হয়েছে বলে রেল সূত্রে খবর।
চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৫০।
বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ গোন্ডা ও মনকাপুরের মাঝে জিলাহী স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
ট্রেনের একটি বাতানুকূল কামরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কী কারণে দুর্ঘটনা ঘটল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। উত্তরপ্রদেশ সরকারের তরফে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল।
রেল দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ শুরু হয়েছে। বেশ কয়েক জনকে ইতিমধ্যেই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।