Bangla

প্রথম জীবনে তাঁর নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত।

এই নামেই তিনি হয়েছিলেন প্রভু শ্রী রামকৃষ্ণের শিষ্য়‌। তখন থেকেই ধারণ করেন গেরুয়া পোশাক।

Bangla

শ্রী রামকৃষ্ণ দেহ ত্যাগ করার পর,

 তাঁর শিষ্যরা বড়দিনের প্রাক্কালে একটি অগ্নিকুণ্ডের সামনে বসে সন্ন্যাসের ব্রত গ্রহণ করেছিলেন।

Image credits: Wikipedia
Bangla

এই দিনে স্বামী বিবেকানন্দ তাঁর সহশিষ্যদের নতুন নাম দিয়েছিলেন।

 তিনি নিজে স্বামী বিবিধানন্দ নামটি গ্রহণ করেছিলেন।

Image credits: freepik
Bangla

তিনি ভারতে ভ্রমণের সময় বিভিন্ন নাম ব্যবহার করতেন।

তিনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চাইলেন, তখনও তেমন নামই ব্যবহার করতে চেয়েছিলেন। 

Image credits: freepik
Bangla

স্বামী বিবিদিশানন্দ নামে

তিনি হয়েছিলেন রাজপুতানার খেত্রী রাজ্যের শেখাওয়াত রাজবংশের শাসক মহারাজা অজিত সিং বাহাদুরের বন্ধু ।

Image credits: Wikipedia
Bangla

রাজা অজিত সিং বাহাদুর

বন্ধুত্ব থেকে ধীরে ধীরে উদ্বুদ্ধ হয়ে স্বামীজির শিষ্য হয়ে ওঠেন।

Image credits: freepik
Bangla

মহারাজা অজিত সিং বাহাদুরের পরামর্শেই

নরেন্দ্রনাথ নিজের নাম পরিবর্তন করে স্বামী বিবেকানন্দ রাখতে সম্মত হন। 

Image credits: Wikipedia
Bangla

এরপর স্বামী বিবেকানন্দ নামেই

মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তাঁর টিকিট বুক করা হয়। 

Image credits: Wikipedia
Bangla

জাফরান পোশাক ও পাগড়ি পরিধান করা সেই যুবক

সারা পৃথিবী জুড়ে স্বামী বিবেকানন্দ নামে খ্যাত হয়ে ওঠেন। 

Image credits: freepik

বায়ু দূষণের যুদ্ধে দিল্লি হারিয়ে দিল ধ্বংসপুরী গাজা স্ট্রিপকে

দিল্লি দুষণ মোকাবিলায় কৃত্রিম বৃষ্টি তৈরি করবে IIT- Kanpur

Polluted city: বিশ্বের প্রথম ১০টি দূষিত শহর দেখুন ছবিতে

Nita Ambani: জন্মদিনে ৩০০০ শিশুদের নিজের হাতে খাওয়ালেন নীতা অম্বানি