১ এপ্রিল শুরু হচ্ছে ২০২৫-২৬ অর্থবর্ষ। এই দিন থেকে অর্থ সংক্রান্ত বেশ কিছু নিয়মে গুরুত্বপূর্ণ বদল আসতে চলেছে। নতুন নিয়ম জেনে রাখা ভালো।
১ এপ্রিল, ২০২৫ থেকে NPCI সেই মোবাইল ব্যাঙ্কের ইউপিআই লেনদেন বন্ধ করতে চলেছে, যা দীর্ঘদিন ধরে সক্রিয় নেই। ফলে ইউপিআই চালিয়ে যেতে নিজের ফোন নম্বর ব্যবহার করুন।
আরবিআই-এর নতুন নিয়ম অনুসারে, এখন থেকে কোনও গ্রাহক অন্য ব্যাঙ্কের এটিএম থেকে মাসে মাত্র তিনবার বিনামূল্যে টাকা তুলতে পারবেন। এরপর প্রতিটি লেনদেনে ২০-২৫ টাকা চার্জ লাগবে।
১ এপ্রিল থেকে অনেক ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট এবং এফডি-র সুদের হার বদলাতে চলেছে। এর মধ্যে আছে এসবিআই, এইচডিএফসি, ইন্ডিয়ান ব্যাঙ্ক, আইডিবিআই, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক।
১ এপ্রিল থেকে এফডি, আরডি এবং এই ধরনের অন্যান্য সেভিংস স্কিমে বেশি লাভ হবে। ব্যাঙ্ক ১ লক্ষ টাকা পর্যন্ত সুদের উপর টিডিএস কাটবে না। ফলে সবারই লাভ হবে।
যাঁরা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, তাঁদের প্যান-আধার লিঙ্ক না থাকলে ১ এপ্রিল থেকে স্টকসের উপর ডিভিডেন্ড মিলবে না। ক্যাপিটাল গেইনের উপর টিডিএস-এর কাটার পরিমাণ বেশি হবে।
SEBI মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্ট খোলার নিয়ম আরও কঠিন করেছে। সমস্ত ইউজারকে KYC এবং নমিনির তথ্য আবার ভেরিফাই করতে হবে, না হলে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে।
১ এপ্রিল থেকে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স জরুরি হয়ে যাবে। এমনটা না হলে জরিমানা হতে পারে। প্রতিটি ব্যাঙ্কের লিমিট আলাদা আলাদা হবে।
জালিয়াতি থেকে বাঁচতে RBI পজিটিভ পে সিস্টেম (PPS) চালু করেছে। এর আওতায় ৫০,০০০ টাকার বেশি চেক জারি করলে ব্যাঙ্ককে কিছু তথ্য ইলেকট্রনিক রূপে দিতে হবে।
ব্যাঙ্কগুলিতে এআই বেশি ব্যবহার হতে শুরু করবে। টু-ফ্যাক্টর অথেন্টিকেশন, বায়োমেট্রিক ভেরিফিকেশন, এআই-পাওয়ার্ড চ্যাটবটস থেকে ব্যাঙ্কিং পরিষেবা আরও সুরক্ষিত ও সহজ হবে।
এসবিআই, আইডিএফসি ফার্স্টের মতো অনেক ব্যাঙ্ক ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্ট এবং বেনিফিটসে কাটতি করেছে। Swiggy এবং ভিস্তারা ক্লাবের মতো সার্ভিসেসে পাওয়া রিওয়ার্ড পয়েন্ট কম।
১ এপ্রিল থেকে নতুন ট্যাক্স সিস্টেম ডিফল্ট হবে। যদি কোনও কাস্টমার পুরনো ট্যাক্স সিস্টেম (80C ছাড়)-এর সুবিধা নিতে চান, তাহলে তাঁকে এটি আলাদা করে বেছে নিতে হবে।