১ এপ্রিল থেকেই অর্থ সংক্রান্ত ১১টি নিয়মে বদল আসতে চলেছে, সতর্কতা দরকার
Bangla

১ এপ্রিল থেকেই অর্থ সংক্রান্ত ১১টি নিয়মে বদল আসতে চলেছে, সতর্কতা দরকার

১ এপ্রিল শুরু হচ্ছে ২০২৫-২৬ অর্থবর্ষ। এই দিন থেকে অর্থ সংক্রান্ত বেশ কিছু নিয়মে গুরুত্বপূর্ণ বদল আসতে চলেছে। নতুন নিয়ম জেনে রাখা ভালো।

১ এপ্রিল থেকে ইউপিআই লেনদেন সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ বদল আসছে
Bangla

১ এপ্রিল থেকে ইউপিআই লেনদেন সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ বদল আসছে

১ এপ্রিল, ২০২৫ থেকে NPCI সেই মোবাইল ব্যাঙ্কের ইউপিআই লেনদেন বন্ধ করতে চলেছে, যা দীর্ঘদিন ধরে সক্রিয় নেই। ফলে ইউপিআই চালিয়ে যেতে নিজের ফোন নম্বর ব্যবহার করুন।

Image credits: Getty
১ এপ্রিল থেকে এটিএম সংক্রান্ত নিয়মে বদল আসতে চলেছে, বাড়তে পারে খরচ
Bangla

১ এপ্রিল থেকে এটিএম সংক্রান্ত নিয়মে বদল আসতে চলেছে, বাড়তে পারে খরচ

আরবিআই-এর নতুন নিয়ম অনুসারে, এখন থেকে কোনও গ্রাহক অন্য ব্যাঙ্কের এটিএম থেকে মাসে মাত্র তিনবার বিনামূল্যে টাকা তুলতে পারবেন। এরপর প্রতিটি লেনদেনে ২০-২৫ টাকা চার্জ লাগবে।

Image credits: Getty
১ এপ্রিল থেকে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট, স্থায়ী আমানতে সুদের হার বদল
Bangla

১ এপ্রিল থেকে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট, স্থায়ী আমানতে সুদের হার বদল

১ এপ্রিল থেকে অনেক ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট এবং এফডি-র সুদের হার বদলাতে চলেছে। এর মধ্যে আছে এসবিআই, এইচডিএফসি, ইন্ডিয়ান ব্যাঙ্ক, আইডিবিআই, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক।

Image credits: Getty
Bangla

১ এপ্রিল থেকে ব্যাঙ্কের স্থায়ী আমানতের ক্ষেত্রে বেশি লাভ হতে চলেছে

১ এপ্রিল থেকে এফডি, আরডি এবং এই ধরনের অন্যান্য সেভিংস স্কিমে বেশি লাভ হবে। ব্যাঙ্ক ১ লক্ষ টাকা পর্যন্ত সুদের উপর টিডিএস কাটবে না। ফলে সবারই লাভ হবে।

Image credits: Getty
Bangla

৩১ মার্চের মধ্যে আধার-প্যান লিঙ্ক না করালে ডিভিডেন্ড পাওয়া যাবে না

যাঁরা শেয়ার বাজারে বিনিয়োগ করেন, তাঁদের প্যান-আধার লিঙ্ক না থাকলে ১ এপ্রিল থেকে স্টকসের উপর ডিভিডেন্ড মিলবে না। ক্যাপিটাল গেইনের উপর টিডিএস-এর কাটার পরিমাণ বেশি হবে।

Image credits: Freepik
Bangla

১ এপ্রিল থেকে ডিম্যাট-মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টের নিয়মেও বদল আসছে

SEBI মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্ট খোলার নিয়ম আরও কঠিন করেছে। সমস্ত ইউজারকে KYC এবং নমিনির তথ্য আবার ভেরিফাই করতে হবে, না হলে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে।

Image credits: Freepik
Bangla

১ এপ্রিল থেকে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স জরুরি

১ এপ্রিল থেকে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স জরুরি হয়ে যাবে। এমনটা না হলে জরিমানা হতে পারে। প্রতিটি ব্যাঙ্কের লিমিট আলাদা আলাদা হবে।

Image credits: Getty
Bangla

১ এপ্রিল থেকে ব্যাঙ্ক জালিয়াতি রুখতে পজিটিভ পে সিস্টেম চালু হয়ে যাবে

জালিয়াতি থেকে বাঁচতে RBI পজিটিভ পে সিস্টেম (PPS) চালু করেছে। এর আওতায় ৫০,০০০ টাকার বেশি চেক জারি করলে ব্যাঙ্ককে কিছু তথ্য ইলেকট্রনিক রূপে দিতে হবে।

Image credits: Getty
Bangla

১ এপ্রিল থেকে ডিজিটাল ব্যাঙ্কিং-এ বাড়বে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার

ব্যাঙ্কগুলিতে এআই বেশি ব্যবহার হতে শুরু করবে। টু-ফ্যাক্টর অথেন্টিকেশন, বায়োমেট্রিক ভেরিফিকেশন, এআই-পাওয়ার্ড চ্যাটবটস থেকে ব্যাঙ্কিং পরিষেবা আরও সুরক্ষিত ও সহজ হবে।

Image credits: Getty
Bangla

১ এপ্রিল থেকে একাধিক ব্যাঙ্কের ক্রেডিট কার্ড রিওয়ার্ডসে কাটতি হচ্ছে

এসবিআই, আইডিএফসি ফার্স্টের মতো অনেক ব্যাঙ্ক ক্রেডিট কার্ড রিওয়ার্ড পয়েন্ট এবং বেনিফিটসে কাটতি করেছে। Swiggy এবং ভিস্তারা ক্লাবের মতো সার্ভিসেসে পাওয়া রিওয়ার্ড পয়েন্ট কম।

Image credits: Getty
Bangla

১ এপ্রিল থেকে আয়কর সংক্রান্ত নিয়মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বদল আসছে

১ এপ্রিল থেকে নতুন ট্যাক্স সিস্টেম ডিফল্ট হবে। যদি কোনও কাস্টমার পুরনো ট্যাক্স সিস্টেম (80C ছাড়)-এর সুবিধা নিতে চান, তাহলে তাঁকে এটি আলাদা করে বেছে নিতে হবে।

Image credits: Freepik

Gold: দুবাই থেকে ভারতে কত সোনা আনা যায়? পুরুষ-মহিলাদের জন্য নিয়ম কী?

Death on Flight: উড়ানে সহযাত্রীর মৃত্যু হলে পাশে দেহ নিয়েই যেতে হবে?

First Hydrogen Train: কবে থেকে দৌড়াবে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন?

প্যালেস্টাইনে পণবন্দি ছিলেন ১০ জন ভারতীয়, উদ্ধার করল ইজরায়েল সেনা