বাংলাদেশের সেরা হিন্দু মন্দির
Bangla

বাংলাদেশের সেরা হিন্দু মন্দির

বাংলাদেশের প্রাচীন ও বিখ্যাত হিন্দু মন্দির। যেগুলির নাম ছড়িয়ে পড়েছে বিশ্বে। জ়ড়িয়ে রয়েছে ইতিহাস।

ঢাকেশ্বরী মন্দির
Bangla

ঢাকেশ্বরী মন্দির

বাংলাদেশের জাতীয় রাজধানী ঢাকায় অবস্থিত ঢাকেশ্বরী মন্দির। এই মন্দিরের নাম থেকেই এসেছে ঢাকার নাম।

Image credits: facebook
১২শতকের মন্দির
Bangla

১২শতকের মন্দির

এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস। সেন রাজা বল্লাল সেন এই মন্দির তৈরি করেছিলেন।

Image credits: facebook
নিরাপত্তার ঘেরাটোপে মন্দির
Bangla

নিরাপত্তার ঘেরাটোপে মন্দির

বর্তমানে বাংলাদেশের মন্দিরগুলি নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে। ঢাকেশ্বরী মন্দিরকে জাতীয় মন্দিরের তকমা দেওয়া হয়েছে।

Image credits: facebook
Bangla

আদিত্য়নাথ মন্দির

দ্বিতীয় বিখ্যাত মন্দির আদিত্যনাথ মন্দির। এটি কক্সবাজারে। শিবঠাকুরের মন্দির

Image credits: facebook
Bangla

চন্দ্রনাথ মন্দির

চট্টগ্রামে সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দির। এটিও হিন্দুদের একটি প্রাচীন মন্দির

Image credits: facebook
Bangla

কাল ভৈরব মন্দির

ব্রাহ্মণবেড়িয়ার কালভৈরব মন্দির। এটি ১৭শ শতকে তৈরি হয়েছিল। শিবের রুদ্রমূর্তি রয়েছে মন্দিরে।

Image credits: facebook
Bangla

কান্তাজিউ মন্দির

বাংলার প্রাচীন মন্দিরগুলির একটি হল কান্তাজিউ মন্দির। ১৮শ শতকে মহারাজ প্রাণনাথ তৈরি করেছিলেন। কৃষ্ণমন্দির এটি।

Image credits: facebook

গণভবনে ফিরছে লুটের জিনিসপত্র, 'অপরাধবোধে' ফিরিয়ে দিচ্ছেন অনেকে

বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার, বঙ্গভবনে বৈঠক, কী সিদ্ধান্ত

শেখ হাসিনা রাজনীতির ইতি টানলেন? রহস্যে মোড় নিল ভবিষ্যৎ