Bangla

মরিয়ম নওয়াজ

পাকিস্তানের সুন্দরী রাজনীতিবিদ। নওয়াজ শরিফের কন্য। লড়াই করছেন পাকিস্তানের সাধারণ নির্বাচনে।

Bangla

মনোনয়নপত্র পেশ

পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রার্থী। NA-119 আসনের জন্য মনোনয়ন পেশ।

Image credits: Our own
Bangla

বিপুল সম্পত্তি

মনোনয়নপত্রেই মরিয়ম জানিয়েছেন তাঁর বিপুল সম্পত্তির কথা। তাঁর মোট সম্পত্তি ৮৪.২৫৮ কোটি টাকারও বেশি।

Image credits: Our own
Bangla

মরিয়মের জমিজমা

মরিয়ম নওয়াজের আয়ের মূল উৎস জমি। লাহরের বিভিন্ন এলাকায় ১৫০০ একর জমি রয়েছে। মোট মূল্য ৮৪.০৩৫ কোটি টাকা।

Image credits: Our own
Bangla

মরিয়মের সোনাদানা

ঘোষিত সম্পত্তি অনুমায়ী পাক সুন্দরীর ১৭.৫ লক্ষ টাকার সোনার গয়না রয়েছে। নগদের পরিবাম এক কোটিরও বেশি।

Image credits: Our own
Bangla

BMW গাড়ি

মরিয়মের নিজের গাড়ি নেই। স্বামীর ২০০৬ মডেলের BMW গাড়ি তিনি ব্যবহার করেন। মূল্য ৬০ লক্ষ টাকা।

Image credits: Our own
Bangla

মরিয়মের শেয়ার

মরিয়াম নওয়াজ বিভিন্ন কোম্পানির শেয়ার ১১.২ লক্ষ টাকা বিনিয়োন করেছেন। গত বছর সেখান থেকে ৪০ লক্ষ টাকা আয় করেছেন।

Image credits: Our own
Bangla

আয়কর

মরিয়ম নওয়াজ সুইফট এনার্জি নামের সংস্থাকে ৬৭.৫ লক্ষ টারা ঋণ দিয়েছেন। আয়কর জমা দিয়েছেন ১৭.৬ লক্ষ টাকা। তবে ভাইয়ের থেকে প্রায় ২ কোটি ঋণ নিয়েছেন তিনি।

Image credits: Our own

১০০ বছরেরও বেশি সময় ধরে শিকলে বাঁধা পাকিস্তানের গাছ, রইল কারণ

মিস ইউনিভার্স এরিকা রবিনকে নিয়ে উত্তপ্ত পাকিস্তান, জানুন এই সুন্দরীকে