ওরিন জুলি। ইজরায়েল-হামাস সংঘাতে শত্রুপক্ষের বিনাশ করতে প্রস্তুত একদা মডেল ওরিন জুলি।
ওরিন ‘ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)’-এর সেনা হিসাবে দীর্ঘ দিন চাকরি করেছেন।
তবে তার আগে বেশ কয়েক বছর ফ্যাশন মডেল হিসাবেও কাজ করেছেন তিনি।
আইডিএফ বাহিনীতে থাকার সময় বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রের সঙ্গে খোলামেলা ছবি তুলে ইজরায়েলি সংবাদপত্রের শিরোনামে আসেন ওরিন।
সমাজমাধ্যমে ওরিনের অনুরাগীর সংখ্যা পাঁচ লক্ষেরও বেশি। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীরা বেশ কয়েকটি ফ্যানপেজও চালান।
আইডিএফে কাজ করার সময় সেনার পোশাকে বহু বার তাঁর ছবি ভাইরাল হয়েছে।
২০১২ সালে ইজরায়েলি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন ওরিন। তখন তাঁর বয়স ছিল ২৩।
মডেল থাকাকালীন বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন ওরিন। পরে তিনি আইডিএফ-এ যোগ দেন।
ইজরায়েলের হয়ে রণক্ষেত্রে গিয়েও বন্দুক তুলেছেন ওরিন। এর পর তাঁকে সেনা সদস্য থেকে অফিসার করে দেওয়া হয়।
Gaza in turmoil: ইজরায়েলের হামলায় ধ্বংস্তূপ গাজা, দেখুন ছবিতে
Israel War: হামাস-বাহিনী ঠেকাতে ইজরায়েলকে প্রচুর অস্ত্র পাঠাল আমেরিকা
NASA Pictures: সৌরজগতের অত্যাশ্চর্য ছবি, নাসা-র ক্যামেরায় অসাধ্য সাধন
ভারত ও পাকিস্তানের এমন কিছু স্থান যাদের নামের মধ্যে মিল রয়ে গিয়েছে