Bangla

‘বন্দুক রানি’র ঝলকানি

ওরিন জুলি। ইজরায়েল-হামাস সংঘাতে শত্রুপক্ষের বিনাশ করতে প্রস্তুত একদা মডেল ওরিন জুলি।

Bangla

‘বন্দুক রানি’র ঝলকানি

ওরিন ‘ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)’-এর সেনা হিসাবে দীর্ঘ দিন চাকরি করেছেন।

Image credits: stockPhoto
Bangla

‘বন্দুক রানি’র ঝলকানি

তবে তার আগে বেশ কয়েক বছর ফ্যাশন মডেল হিসাবেও কাজ করেছেন তিনি।

Image credits: stockPhoto
Bangla

‘বন্দুক রানি’র ঝলকানি

আইডিএফ বাহিনীতে থাকার সময় বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রের সঙ্গে খোলামেলা ছবি তুলে ইজরায়েলি সংবাদপত্রের শিরোনামে আসেন ওরিন।

Image credits: stockPhoto
Bangla

‘বন্দুক রানি’র ঝলকানি

সমাজমাধ্যমে ওরিনের অনুরাগীর সংখ্যা পাঁচ লক্ষেরও বেশি। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীরা বেশ কয়েকটি ফ্যানপেজও চালান।

Image credits: stockPhoto
Bangla

‘বন্দুক রানি’র ঝলকানি

আইডিএফে কাজ করার সময় সেনার পোশাকে বহু বার তাঁর ছবি ভাইরাল হয়েছে।

Image credits: stockPhoto
Bangla

‘বন্দুক রানি’র ঝলকানি

২০১২ সালে ইজরায়েলি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন ওরিন। তখন তাঁর বয়স ছিল ২৩।

Image credits: stockPhoto
Bangla

‘বন্দুক রানি’র ঝলকানি

মডেল থাকাকালীন বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন ওরিন। পরে তিনি আইডিএফ-এ যোগ দেন।

Image credits: stockPhoto
Bangla

‘বন্দুক রানি’র ঝলকানি

ইজরায়েলের হয়ে রণক্ষেত্রে গিয়েও বন্দুক তুলেছেন ওরিন। এর পর তাঁকে সেনা সদস্য থেকে অফিসার করে দেওয়া হয়।

Image credits: stockPhoto

Gaza in turmoil: ইজরায়েলের হামলায় ধ্বংস্তূপ গাজা, দেখুন ছবিতে

Israel War: হামাস-বাহিনী ঠেকাতে ইজরায়েলকে প্রচুর অস্ত্র পাঠাল আমেরিকা

NASA Pictures: সৌরজগতের অত্যাশ্চর্য ছবি, নাসা-র ক্যামেরায় অসাধ্য সাধন

ভারত ও পাকিস্তানের এমন কিছু স্থান যাদের নামের মধ্যে মিল রয়ে গিয়েছে