Bangla

ফ্রেঞ্চ ফ্রাই থেকে ফ্রেঞ্চ কিস, ফ্রান্সের সঙ্গে এদের কোনও সম্পর্ক নেই

সারা বিশ্বে ফ্রেঞ্চ ফ্রাই অত্যন্ত জনপ্রিয় খাবার। ফ্রেঞ্চ কিস নিয়েও চর্চা হয়। অথচ, নামের মধ্যে ফ্রেঞ্চ থাকলেও, এগুলির সঙ্গে ফ্রান্সের কোনও যোগই নেই।

Bangla

ফ্রেঞ্চ ফ্রাই আসলে ফ্রান্সের খাবারই নয়, এর উৎপত্তি বেলজিয়ামে, জানতেন?

নামের কারণে ফ্রেঞ্চ ফ্রাইকে বেশিরভাগ মানুষ ফ্রান্সের খাবার বলে মনে করেন, কিন্তু এটি বেলজিয়ামের খাবার এবং সেখানেই এর উৎপত্তি।

Image credits: freepik
Bangla

ভালোবাসার সপ্তাহে এখন বিশ্বজুড়ে ফ্রেঞ্চ কিস নিয়ে জোরদার চর্চা চলছে

ফ্রেঞ্চ কিসকে আগে 'ফ্লোরেন্টাইন কিস' বলা হত। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপ থেকে বাড়ি ফিরে আসা ব্রিটিশ এবং আমেরিকান সৈন্যদের থেকে ফ্রেঞ্চ কিসিং শব্দটি এসেছে।

Image credits: Getty
Bangla

ফ্রেঞ্চ টোস্ট নামে যে খাবার জনপ্রিয়, সেটির সঙ্গেও ফ্রান্সের যোগ নেই

ডিম এবং রুটি দিয়ে তৈরি খাবার ফ্রেঞ্চ টোস্টও আসলে ফ্রান্সের নয়। এটি রোমান সাম্রাজ্যের সময়কার বলে মনে করা হয়।

Image credits: Freepik
Bangla

ফ্রেঞ্চ প্রেস ঠিক কী জানেন? বই বা ফ্রান্সের সঙ্গে এর কোনও যোগ নেই

ফ্রেঞ্চ প্রেস হল কফি তৈরির মেশিন, যার পেটেন্ট নিয়েছিলেন ইতালীয় ডিজাইনার আত্তিলিও ক্যালিমানি। এটিও আসলে ফ্রান্সের নয়।

Image credits: Espresso vs other coffee types
Bangla

ফ্রেঞ্চ ম্যানিকিউরের উৎপত্তি ফ্রান্সে নয়, অন্য দেশ থেকে এটি এসেছে

ফ্রেঞ্চ ম্যানিকিউর নখের সৌন্দর্য বাড়ায়। প্রথমে একজন আমেরিকান মেকআপ শিল্পী এটি ব্যবহার করেছিলেন। ফ্রান্সের মানুষ এটি বেশি পছন্দ করায় ফ্রেঞ্চ ম্যানিকিউর নামকরণ করা হয়।

Image credits: Printrest
Bangla

কথিত আছে যে ফ্রান্সের মহিলারাই সবচেয়ে বেশিদিন পর্যন্ত বেঁচে থাকেন

বলা হয় যে, সারা বিশ্বে সবচেয়ে বেশি বয়স পর্যন্ত ফ্রান্সের মহিলারাই বেঁচে থাকেন। ফরাসি মহিলাদের সৌন্দর্যও অসামান্য।

Image credits: Freepik- Kireyonok_Yuliya
Bangla

ফ্রান্সের কোনও নাগরিক সরকারের অনুমতিতে মৃত ব্যক্তিকে বিয়ে করতে পারেন

ফ্রান্স বিশ্বের একমাত্র দেশ যেখানে মৃত ব্যক্তিকে বিয়ে করা যায়। তবে এর জন্য সরকারের অনুমতি নিতে হয়।

Image credits: freepik

জাস্টিন ট্রুডোর খারাপ দিন শুরু! স্ত্রী-ক্ষমতা সবই হারালেন

রাজনৈতিক আশ্রয় কী? শেখ হাসিনা কেন লন্ডনে যেতে চান?

Nepal Plane Crash: কেন মৃত্যুফাঁদ নেপালের বিমানবন্দর? জেনে নিন কারণ

পর্যটক পাঠাও! ভারতের সঙ্গে বিরোধের পর চিনের দরবারে মালদ্বীপ