রাজনৈতিক আশ্রয় কী? শেখ হাসিনা কেন লন্ডনে যেতে চান?
World News Aug 07 2024
Author: deblina dey Image Credits:instagram
Bangla
রাজনৈতিক আশ্রয়
রাজনৈতিক আশ্রয় এমন রাজনৈতিক ব্যক্তিত্বদের দেওয়া হয় যারা সমস্যায় করাণে আন্তর্জাতিক সুরক্ষার দাবি করেন।
Image credits: instagram
Bangla
শেখ হাসিনা কিভাবে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাবেন?
যুক্তরাজ্যে বিদেশীদের জন্য আশ্রয়ের দুটি শ্রেণী আছে। উদ্বাস্তু ও অ্যাসাইলাম শিকার
Image credits: instagram
Bangla
কত বছর যুক্তরাজ্যে থাকতে পারবেন শেখ হাসিনা?
যুক্তরাজ্যে থাকতে পেলে সে সরকারী শরণার্থীর মর্যাদা পায়। এই নিয়মে সেদেশে ৫ বছপ থাকা যায়। এরপর স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে হয়।
Image credits: instagram
Bangla
যুক্তরাজ্যে কী নিরাপত্তা পাবেন শেখ হাসিনা?
ইউকেতে সরকারিভাবে আশ্রয় মঞ্জুর হলে সেই ব্যক্তিকে সুরক্ষা দেওয়া হয়। এমনকী দেশে ফেরত যেতেও বাধ্য করা যায় না। সেখানে দেওয়া হয় স্বাস্থ্য ও শিক্ষার অধিকার।
Image credits: instagram
Bangla
যুক্তরাজ্যে এমন কত লোককে আশ্রয় দেওয়া হয়েছে?
দ্যা গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে ব্রিটেনে ১ লাখ ১২ হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়েছে।
Image credits: instagram
Bangla
শেখ হাসিনা কেন লন্ডনে যেতে চান?
বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত থেকে বের হওয়া শরণার্থীদের প্রথম পছন্দ যুক্তরাজ্যই। ১৯৫১ সালের শরণার্থী কনভেনশন সেখায় আশ্রয়প্রার্থীদের আবাসন ও নিরাপত্তার নিশ্চয়তা দেয়।
Image credits: instagram
Bangla
শেখ হাসিনার আগে কতজন নেতা সেখানে আশ্রয় নিয়েছিলেন?
শেখ হাসিনার আগে নওয়াজ শরিফ, বেনজির ভুট্টো, পারভেজ মুশারফ এছাড়া ভারতের ললিত মোদী, বিজয় মাল্য ও নীরব মোদীও আছেন সেখানে।