রাজনৈতিক আশ্রয় কী? শেখ হাসিনা কেন লন্ডনে যেতে চান?
Bangla

রাজনৈতিক আশ্রয় কী? শেখ হাসিনা কেন লন্ডনে যেতে চান?

রাজনৈতিক আশ্রয়
Bangla

রাজনৈতিক আশ্রয়

রাজনৈতিক আশ্রয় এমন রাজনৈতিক ব্যক্তিত্বদের দেওয়া হয় যারা সমস্যায় করাণে আন্তর্জাতিক সুরক্ষার দাবি করেন।

Image credits: instagram
শেখ হাসিনা কিভাবে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাবেন?
Bangla

শেখ হাসিনা কিভাবে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় পাবেন?

যুক্তরাজ্যে বিদেশীদের জন্য আশ্রয়ের দুটি শ্রেণী আছে। উদ্বাস্তু ও অ্যাসাইলাম শিকার

Image credits: instagram
কত বছর যুক্তরাজ্যে থাকতে পারবেন শেখ হাসিনা?
Bangla

কত বছর যুক্তরাজ্যে থাকতে পারবেন শেখ হাসিনা?

যুক্তরাজ্যে থাকতে পেলে সে সরকারী শরণার্থীর মর্যাদা পায়। এই নিয়মে সেদেশে ৫ বছপ থাকা যায়। এরপর স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে হয়।

Image credits: instagram
Bangla

যুক্তরাজ্যে কী নিরাপত্তা পাবেন শেখ হাসিনা?

ইউকেতে সরকারিভাবে আশ্রয় মঞ্জুর হলে সেই ব্যক্তিকে সুরক্ষা দেওয়া হয়। এমনকী দেশে ফেরত যেতেও বাধ্য করা যায় না। সেখানে দেওয়া হয় স্বাস্থ্য ও শিক্ষার অধিকার।

Image credits: instagram
Bangla

যুক্তরাজ্যে এমন কত লোককে আশ্রয় দেওয়া হয়েছে?

দ্যা গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে ব্রিটেনে ১ লাখ ১২ হাজার শরণার্থীকে আশ্রয় দেওয়া হয়েছে।

Image credits: instagram
Bangla

শেখ হাসিনা কেন লন্ডনে যেতে চান?

বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত থেকে বের হওয়া শরণার্থীদের প্রথম পছন্দ যুক্তরাজ্যই। ১৯৫১ সালের শরণার্থী কনভেনশন সেখায় আশ্রয়প্রার্থীদের আবাসন ও নিরাপত্তার নিশ্চয়তা দেয়।

Image credits: instagram
Bangla

শেখ হাসিনার আগে কতজন নেতা সেখানে আশ্রয় নিয়েছিলেন?

শেখ হাসিনার আগে নওয়াজ শরিফ, বেনজির ভুট্টো, পারভেজ মুশারফ এছাড়া ভারতের ললিত মোদী, বিজয় মাল্য ও নীরব মোদীও আছেন সেখানে।

Image credits: Wikipedia

Nepal Plane Crash: কেন মৃত্যুফাঁদ নেপালের বিমানবন্দর? জেনে নিন কারণ

পর্যটক পাঠাও! ভারতের সঙ্গে বিরোধের পর চিনের দরবারে মালদ্বীপ

ইজরায়েল- হামাস যুদ্ধে এবার সামিল ঈগল শকুনের মত শিকারি পাখি

Israel War: প্রায় ১১ হাজার গাজাবাসীর মৃত্যু, ইজরায়েলের যুদ্ধবিরতি কবে?