পর্যটনের ওপর মূলত নির্ভর মালদ্বীপের অর্থনীতী। কিন্তু ভারতের সঙ্গে পর্যটন নিয়েই বিবাদ।
সেই কারণে মালদ্বীপ এবার পর্যটক পাঠাতে চিনের দ্বারস্থ হল। রাষ্ট্রপতি মহম্মদ মুইজু দ্বীপরাষ্ট্রে পর্যটক পাঠাতে বলেছেন চিনকে।
চিন সফরে রয়েছে তিনি। সেখানেই চিনকে ঘনিষ্ট বন্ধু হিসেবে উল্লেখ করে এই অসময়ে পাশে থাকার বার্তা দিয়েছেন।
তিনি বলেছেন চিন আমাদের ঘনিষ্ট বন্ধ। উন্নয়নে সহযোগী। আর সেই কারণে মালদ্বীপে উন্নয়নের জন্য পর্যাপ্ত পর্যটক যেন পাঠায় চিন.
মুইজুর অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে চিন কোভিডের আগে ছিল মালদ্বীপের একনম্বর বাজার। আবারও চিন যাতে পুরনো জায়গায় ফিরে যায় তার আবেদন করা হয়েছে।
মালদ্বীপের সঙ্গে লাক্ষাদ্বীপ ইস্যুতে বিরোধ মালদ্বীপের। জনপ্রতিনিধিদের মোদীর সফর নিয়ে কটূক্তির কারণে বিরোধ।
মালদ্বীপ সফর বাতিল করছে পর্যটকরা। ক্যান্সেল করা হয়েছে প্রায় ১৪ হাজার বুকিং। অথচ ভারতীয়দের পছন্দের গন্তব্য ছিল এটাই।
যদিও ড্যামেজ কন্ট্রোলে নেমেছে মালদ্বীপ প্রশাসন। সরিয়ে দেওয়া হয়েছে জনপ্রিতিনিদের। তাদের মন্তব্যের দায় দেশের নয় বলেও জানিয়েছে।