Bangla

নারকেল তেল ও কারিপাতা

নারকেল তেল হালকা গরম হলে তাতে কারিপাতা দিয়ে ফুটিয়ে নিন। ফুটলে ছেঁকে একটি পাত্রে ঢালুন। এবার ঠান্ডা করে একটি বোতলে ঢেলে নিন।

Bangla

নারকেল তেলের সঙ্গে আমলা পাউডার

নারকেল তেলের সঙ্গে আমলা পাউডার দিয়ে বানিয়ে ফেলুন হেয়ার অয়েল। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালো করে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

Image credits: Getty
Bangla

আমন্ড অয়েল ও লেবুর রস

আমন্ড অয়েল ও লেবুর রস দিয়ে বানিয়ে ফেলুন প্যাক। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার। দূর হবে অকাপলক্কতার সমস্যা।

Image credits: Getty
Bangla

নারকেল তেল ও জবা ফুল

নারকেল তেল ও জবা ফুল দিয়ে বানিয়ে ফেলুন হেয়ার অয়েল। এই তেল দিয়ে ম্যাসাজ করুন মিলবে উপকার।

Image credits: Getty
Bangla

নারকেল তেল ও লেবুর রস

নারকেল তেল ও লেবুর রস দিয়ে প্যাক বানান। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার। দূর হবে অকাপলক্কতার সমস্যা।

Image credits: Getty
Bangla

নারকেল তেল ও ভৃঙ্গরাজ

নারকেল তেল ও ভৃঙ্গরাজ পাউডার দিয়ে বানিয়ে ফেলুন প্যাক। দূর হবে অকাপলক্কতার সমস্যা।

Image credits: Getty
Bangla

অলিভ অয়েল ও কালো বীজ

অলিভ অয়েল ও কালো বীজ তেল দিয়ে বানিয়ে ফেলুন এই বিশেষ তেল। এতে দূর হবে অকালপক্কতা।

Image credits: Getty
Bangla

সরষের তেল

সপ্তাহে ২ দিন সরষের তেল দিয়ে ম্যাসাজ করুন। এই তেলে আছে একাধিক উপকারী উপাদান। দূর হবে অকালপক্কতার সমস্যা।

Image credits: Getty
Bangla

ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল

ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েল মিশিয়ে মাখতে পারেন। মিলবে উপকার।

Image credits: Getty
Bangla

হেনা ও নারকেল তেল

হেনা ও নারকেল তেল দিয়ে প্যাক বানাতে পারেন। এতে যেমন দূর হবে অকালপক্কতার সমস্যা তেমনই দূর হবে শুষ্ক চুলের সমস্যা।

Image Credits: Getty