পেটের মেদ ঢাকতে শাড়ি পরার ৫ টি টিপস
পেটের মেদ থাকলে নাভির নিচে না পরে নাভির উপর থেকে শাড়ি ড্রেপ করুন। এতে পেট ঢাকা থাকবে। উচ্চতাও বেশি মনে হবে।
শাড়ির প্লিটস হালকা ভাবে ফোল্ড করে পেটের নিচে জমা করুন। প্লিটস জড়ো না করে ছড়িয়ে রাখুন। পেট ঢাকা থাকবে এবং শাড়ির লুক হবে আকর্ষণীয়।
শাড়ির সঙ্গে লম্বা বা হাই নেক ব্লাউজ পরুন। এটি আপনার পেট ঢেকে রাখবে। লম্বা ব্লাউজ আপনাকে লম্বা ও স্লিম লুক দেবে।
শাড়ির সঙ্গে একটি সুন্দর কুন্দন বা ভারী বেল্ট পরুন যা আপনার পেট ঢেকে রাখতে সাহায্য করবে। এটি আপনার লুককে স্টাইলিশ করবে।
শাড়ির আঁচল হালকা ট্রান্সপারেন্ট এবং ফ্লোয়ি রাখুন। এটি পেটের অংশ ঢেকে রাখবে।
এই টিপস গুলি ব্যবহার করে আপনি আপনার শাড়িকে নিখুঁত ভাবে পরতে পারবেন এবং পেটের মেদ ঢেকে রাখতে পারবেন।
কাচ বসানো ওড়নায় হয়ে উঠুন সুন্দরী, রইল কোন কোন পোশাকের সঙ্গে পরতে পরেন
বিয়েবাড়ি বা পার্টিতে এই ৫টি পার্স ব্যবহার করে তাক লাগিয়ে দিন
এই স্টাইলে শাড়ি পরলে ঢেকে যাবে পেটের ভুঁড়ি! পান ডিভা লুক
গরমে আরামদায়ক হাজার টাকায় স্টাইলিশ কুর্তা সেট