Bangla

পাকা চুল কালো করার উপায়

Bangla

পাকা চুলে প্রতিকার

আজকাল ছোট-বড় সবাই পাকা চুলের সমস্যায় ভুগছেন। কেমিক্যাল ছাড়াই পান পাতা দিয়ে পাকা চুল কালো করার উপায় জেনে নিন।

Image credits: our own
Bangla

পান পাতা ব্যবহারের পদ্ধতি

একটি পাত্রে ১৫-২০ টি পান পাতা সেদ্ধ করুন। এই পানি ঠান্ডা করে চুল ধুয়ে ফেলুন। এভাবে কিছুদিন করলেই পার্থক্য দেখতে পাবেন।

Image credits: our own
Bangla

পান পাতার উপকারিতা

পান পাতায় অ্যান্টি-মাইক্রোবায়াল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে। এটি মাথার ত্বকের সংক্রমণের সমস্যা দূর করে।

Image credits: our own
Bangla

পান পাতার হেয়ার প্যাক

পান পাতা এবং ঘি দিয়ে তৈরি হেয়ার প্যাক চুল ঘন করতে সাহায্য করে। ১৫-২০ টি পান পাতা বেটে এক চামচ ঘি মিশিয়ে মাথায় লাগিয়ে এক ঘন্টা পর ধুয়ে ফেলুন।

Image credits: Social media
Bangla

পান পাতার তেল

পান পাতার তেল তৈরি করতে, নারকেল বা সরিষার তেলে ১৫ টি পান পাতা কম আঁচে সেদ্ধ করুন। পাতা কালো হয়ে গেলে, তেল ছেঁকে মাথায় ও চুলে লাগান। পরের দিন চুল ধুয়ে ফেলুন।

Image credits: Social media
Bangla

পান পাতা খেলেও উপকার

সকালে খালি পেটে ৫-৬ টি পান পাতা চিবোতে পারেন অথবা পানিতে সেদ্ধ করে সেই পানি পান করতে পারেন। এটি চুল পড়া রোধ করার পাশাপাশি অনেক স্বাস্থ্য উপকারিতাও প্রদান করে।

Image credits: adobe stock

পান পাতা ব্যবহার করে বাড়িতেই সাদা চুল করুন কালো ও ঘন! জেনে নিন উপায়

চুলের যত্নে অনবদ্য অ্যালোভেরা, জানুন ঘৃতকুমারীর গুণগুলি

Fashion Tips: শাড়িতেই নারী, দেখুন ঈশা গুপ্তার শাড়িতে রাজকীয় লুক

মজবুত ও ঘন চুলের জন্য ডিমের ৭টি অসাধারণ উপকারিতা