Bangla

পাকা চুল কালো করার উপায়

অনলাইন মার্কেট থেকে শুরু করে নানা ধরণের চুলের পণ্য সবই ব্যবহার করে দেখেছেন? তবুও কোনো লাভ হয়নি? জানেন কি, পান পাতা ব্যবহার করে পাকা চুল কালো করা সম্ভব? চলুন দেখে নেওয়া যাক কীভাবে

Bangla

পাকা চুলে প্রতিকার

আজকাল ছোট-বড় সবাই পাকা চুলের সমস্যায় ভুগছেন। তাদের জন্য রাসায়নিক ছাড়াই পান পাতা দিয়ে পাকা চুল কালো করার উপায়।

Image credits: our own
Bangla

পান পাতা ব্যবহারের নিয়ম

একটি পাত্রে ১৫-২০ টি পান পাতা সেদ্ধ করুন। এই জল ঠান্ডা করে চুল ধুয়ে ফেলুন। এভাবে করলে অল্প দিনেই পার্থক্য দেখতে পাবেন।

Image credits: our own
Bangla

পান পাতার গুণাগুণ

পান পাতায় রয়েছে অ্যান্টি-মাইক্রোবায়াল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ। এটি মাথার ত্বকের সংক্রমণের সমস্যা দূর করে।

Image credits: our own
Bangla

পান পাতার হেয়ার প্যাক

পান পাতা ও ঘি দিয়ে তৈরি হেয়ার প্যাক চুল ঘন করতে সাহায্য করে। ১৫-২০ টি পান পাতা বেটে এক চামচ ঘি মিশিয়ে মাথায় লাগিয়ে এক ঘন্টা পর চুল ধুয়ে ফেলুন।

Image credits: Social media
Bangla

পান পাতার তেল

পান পাতার তেল তৈরির জন্য নারকেল বা সরিষার তেলে ১৫ টি পান পাতা কম আঁচে সেদ্ধ করুন। পাতা কালো হয়ে গেলে তেল ছেঁকে মাথায় ও চুলে লাগান। পরের দিন চুল ধুয়ে ফেলুন।

Image credits: Social media
Bangla

পান পাতা খেলেও উপকার

সকালে খালি পেটে ৫-৬ টি পান পাতা চিবিয়ে খেতে পারেন অথবা জলতে সেদ্ধ করে সেই জল পান করতে পারেন। এটি চুল পড়া রোধ করার পাশাপাশি অনেক স্বাস্থ্য উপকারও প্রদান করে।

Image credits: adobe stock

চুলের যত্নে অনবদ্য অ্যালোভেরা, জানুন ঘৃতকুমারীর গুণগুলি

Fashion Tips: শাড়িতেই নারী, দেখুন ঈশা গুপ্তার শাড়িতে রাজকীয় লুক

মজবুত ও ঘন চুলের জন্য ডিমের ৭টি অসাধারণ উপকারিতা

সাবধান! টাইট বেল্ট পরলে এই সমস্যাগুলি হবেই