Bangla

রূপচর্চায় টমেটোর ব্যবহারের উপকারিতা

ত্বকের ওপর ব্রণর জেদি দাগ হোক, অথবা কালচে ছোপ। সাধারণ কতগুলি পদ্ধতিতে টমেটো ব্যবহার করলে অল্প কয়েক দিনের মধ্যেই সুফল পাবেন আপনি।

Bangla

রূপচর্চায় টমেটোর ব্যবহারের উপকারিতা

টমেটোতে থাকে লাইকোপিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি। টমেটোর রসের সঙ্গে মধু মিশিয়ে প্রতিদিন মুখে লাগিয়ে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এতে ট্যান দূর হবে, ত্বক নরম ও উজ্জ্বল হবে।
 

Image credits: Getty
Bangla

রূপচর্চায় টমেটোর ব্যবহারের উপকারিতা

গরমকালে বাইরে থেকে এসে মুখ ভালো করে পরিষ্কার করে হাফ কাপ টমেটোর রস ১ চামচ লেবুর রস আর দু চামচ বেসনের সাথে মিশিয়ে মুখে মেখে রাখুন। পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন।

Image credits: Getty
Bangla

রূপচর্চায় টমেটোর ব্যবহারের উপকারিতা

একটা অর্ধেক কাটা টমেটোর ওপরে অল্প চালের গুঁড়ো লেপে দিন। এবার সেটি সারা মুখে ৫ মিনিট ধরে ঘষতে থাকুন, এরপর শুধু জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই পদ্ধতিতে মুখের সমস্ত কালো ছোপ মিলিয়ে যাবে।

Image credits: Getty
Bangla

রূপচর্চায় টমেটোর ব্যবহারের উপকারিতা

৩ চামচ পেঁপের রস আর ৩ চামচ টমেটোর রস একসাথে মিশিয়ে মেখে রাখুন। আধ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। মিশ্রণটি গাঢ় করার জন্য অল্প বেসন অথবা চন্দনের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। এতে আরও ভালো ফল মিলবে।

Image credits: Getty
Bangla

রূপচর্চায় টমেটোর ব্যবহারের উপকারিতা

ঘরে বাড়তি কোনও উপকরণ না থাকলে প্রতিদিন স্নান করার আগে শুধু একটি গোটা টমেটোকে পেস্ট করে ত্বকের ওপর আধ ঘণ্টা লাগিয়ে রাখতে পারেন। শুকিয়ে গেলে সাবান ছাড়া এমনি জলে ধুয়ে ফেলুন।

Image Credits: Getty