ত্বকের ওপর ব্রণর জেদি দাগ হোক, অথবা কালচে ছোপ। সাধারণ কতগুলি পদ্ধতিতে টমেটো ব্যবহার করলে অল্প কয়েক দিনের মধ্যেই সুফল পাবেন আপনি।
টমেটোতে থাকে লাইকোপিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি। টমেটোর রসের সঙ্গে মধু মিশিয়ে প্রতিদিন মুখে লাগিয়ে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এতে ট্যান দূর হবে, ত্বক নরম ও উজ্জ্বল হবে।
গরমকালে বাইরে থেকে এসে মুখ ভালো করে পরিষ্কার করে হাফ কাপ টমেটোর রস ১ চামচ লেবুর রস আর দু চামচ বেসনের সাথে মিশিয়ে মুখে মেখে রাখুন। পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন।
একটা অর্ধেক কাটা টমেটোর ওপরে অল্প চালের গুঁড়ো লেপে দিন। এবার সেটি সারা মুখে ৫ মিনিট ধরে ঘষতে থাকুন, এরপর শুধু জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই পদ্ধতিতে মুখের সমস্ত কালো ছোপ মিলিয়ে যাবে।
৩ চামচ পেঁপের রস আর ৩ চামচ টমেটোর রস একসাথে মিশিয়ে মেখে রাখুন। আধ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। মিশ্রণটি গাঢ় করার জন্য অল্প বেসন অথবা চন্দনের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। এতে আরও ভালো ফল মিলবে।
ঘরে বাড়তি কোনও উপকরণ না থাকলে প্রতিদিন স্নান করার আগে শুধু একটি গোটা টমেটোকে পেস্ট করে ত্বকের ওপর আধ ঘণ্টা লাগিয়ে রাখতে পারেন। শুকিয়ে গেলে সাবান ছাড়া এমনি জলে ধুয়ে ফেলুন।