Bangla

অ্যাভোকাডো

হাই ওমেগা যুক্ত একটি ফল। এতে ৩ ধরনের ফ্যাটি অ্যাসিড রয়েছে। যারা ওজন কমানোর ক্ষেত্রে খুবই সাহায্য করে

Bangla

ব্লু বেরিজ

গবেষণা বলছে ব্লু-বেরিজ শরীরের মেদ গলানোর উপাদানগুলিকে কাজে লাগাতে পারে। আর সেই কারণেই ব্লু-বেরিজ খেলে ওজন অনেকটাই কমে। এছাড়াও শরীরে লো-ক্লোরেস্টল তলপেটের মেদকে কমিয়ে দেয়

Image credits: Getty
Bangla

অলিভ ওয়েল

আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যাতে থাকে তা খেলে নাকি বাড়তি মেদ ঝড়ে। আর এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে অলিভ ওয়েলে থাকে। আর সেই কারণে ভার্জিন অলিভ ওয়েলে খাবার খান। 

Image credits: Getty
Bangla

জীবন্ত কচি মাছ ও লিন মিট

এতে প্রচুর পরিমাণে এমন প্রোটিন থাকে যা লিন নামে পরিচিত। এই প্রোটিন অতিরিক্তি মেদকে গলিয়ে দিতে সাহায্য করে

Image credits: Getty
Bangla

ইয়োগার্ট

এটা আসলে দই, একটু বেশি টক-পাতলা এবং সাদা ফ্যাটফ্যাটে দই। কিন্তু মেদহীন শরীর পেতে খুবই সাহায্য করে। পেটের মেদ কমায় এবং হজমেও সাহায্য করে। সঙ্গে সঙ্গে শরীরে ক্যালসিয়ামের বৃদ্ধি ঘটায়

Image credits: Getty
Bangla

ডিম

ডিম হচ্ছে প্রবল হাইপ্রোটিনযুক্ত খাবার। কিন্তু, ওজন কমানোর ক্ষেত্রে ডিম খুবই সাহায্য করে

Image credits: Getty
Bangla

লাল জাতীয় ফল

একটু টক টক লাল ফল-- খাবারের তালিকায় রাখতে পারেন। যেমন ধরুন স্ট্রবেরি, ব্লুবেরি। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা মেদহীন শরীর পেতে খুবই সাহায্য করে

Image credits: Getty
Bangla

বিনস

এটি ওজন কমানোর জন্য অত্যন্ত উপযোগী উপাদান। হাই ফাইবার যুক্ত এই খাবার পেটের অতিরিক্ত মেদকে নিয়ন্ত্রণ করে

Image credits: Getty
Bangla

সবুজ শাকসবজি ও ফলমূল

এই ধরনের খাদ্য উপাদন খাদ্যগুণে পরিপূর্ণ থাকে। এর ফলে মেটাবোলিজম বাড়ে এবং এতে প্রচুর পরিণামে খনিজও থাকে

Image credits: Getty

গোলাপী ও মসৃণ ঠোঁটের জন্য চাই শুধু এক টুকরো বরফ

Reptile Jewelry: দীপিকা থেকে করিনা, বলিউড ফ্যাশনে হিট রেপটাইল জুয়েলারি

এমন ১০ টিপস যা আপনাকে স্কিনকেয়ার প্রোডাক্টের ক্ষতি থেকে রক্ষা করবে

আটার ডো-র গুণে পেতে পারেন উজ্জ্বল ত্বক