Bangla

ব্রাউন সুগার ও দই-র প্যাক

ব্রাউন সুগার ও দই-র প্যাক বানাতে পারেন। পাত্রে ব্রাউন সুগার নিন। তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। ব্যবহারে মিলবে উপকার। 

Bangla

কলা ও মধুর প্যাক

কলা ও মধুর প্যাক ব্যবহার করতে পারেন। কলা প্রথমে চটকে নিন। এবার তাতে মেশান মধু। মুখে লাগান শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। 

Image credits: Getty
Bangla

দুধ ও লেবুর রস

দুধ ও লেবুর রস দিয়ে প্যাক বানান। পাত্রে দুধ নিয়ে তাতে লেবুর রস মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। 

Image credits: Getty
Bangla

ওটস ও কফির প্যাক

পাত্রে ওটস নিন। তাতে মেশান কফি। মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।  

Image credits: freepik
Bangla

দই ও মধুর প্যাক

দই-র সঙ্গে মেশান মধু। মুখে লাগান। শুকিয়ে গেলে ধষে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা। 

Image credits: freepik
Bangla

বেসন ও দইয়ের প্যাক

বেসন ও দইয়ের প্যাক লাগাতে পারেন। বেসনের সঙ্গে মেশান দই। প্যাক বানিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। 

Image credits: freepik
Bangla

ময়দা, মধু ও দুধের প্যাক

ময়দা, মধু ও দুধ দিয়ে প্যাক বানাতে পারেন। ময়দার সঙ্গে মধু ও দুধ মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। 

Image credits: freepik
Bangla

ময়দা, দই ও হলুদের প্যাক

ময়দা, দই ও হলুদের প্যাক বানাতে পারেন। ময়দার সঙ্গে মেশান দই। মেশান হলুদ বাটা। মুখে লাগান শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। 

Image credits: freepik
Bangla

পেঁপে ও হলুদের প্যাক

পেঁপে ও হলুদের প্যাক বানাতে পারেন। পেঁপে চটকে তার সঙ্গে হলুদ বাটা মিশিয়ে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। 

Image credits: freepik
Bangla

চন্দন ও গোলাপ জলের প্যাক

চন্দন ও গোলাপ জলের প্যাক বানাতে পারেন। চন্দন বাটার সঙ্গে গোলাপ জল মিশিয়ে প্যাক বানাতে পারেন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। 

Image Credits: freepik