Bangla

ব্রাউন সুগার ও দই-র প্যাক

ব্রাউন সুগার ও দই-র প্যাক বানাতে পারেন। পাত্রে ব্রাউন সুগার নিন। তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। ব্যবহারে মিলবে উপকার। 

Bangla

কলা ও মধুর প্যাক

কলা ও মধুর প্যাক ব্যবহার করতে পারেন। কলা প্রথমে চটকে নিন। এবার তাতে মেশান মধু। মুখে লাগান শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। 

Image credits: Getty
Bangla

দুধ ও লেবুর রস

দুধ ও লেবুর রস দিয়ে প্যাক বানান। পাত্রে দুধ নিয়ে তাতে লেবুর রস মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। 

Image credits: Getty
Bangla

ওটস ও কফির প্যাক

পাত্রে ওটস নিন। তাতে মেশান কফি। মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।  

Image credits: freepik
Bangla

দই ও মধুর প্যাক

দই-র সঙ্গে মেশান মধু। মুখে লাগান। শুকিয়ে গেলে ধষে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা। 

Image credits: freepik
Bangla

বেসন ও দইয়ের প্যাক

বেসন ও দইয়ের প্যাক লাগাতে পারেন। বেসনের সঙ্গে মেশান দই। প্যাক বানিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। 

Image credits: freepik
Bangla

ময়দা, মধু ও দুধের প্যাক

ময়দা, মধু ও দুধ দিয়ে প্যাক বানাতে পারেন। ময়দার সঙ্গে মধু ও দুধ মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। 

Image credits: freepik
Bangla

ময়দা, দই ও হলুদের প্যাক

ময়দা, দই ও হলুদের প্যাক বানাতে পারেন। ময়দার সঙ্গে মেশান দই। মেশান হলুদ বাটা। মুখে লাগান শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। 

Image credits: freepik
Bangla

পেঁপে ও হলুদের প্যাক

পেঁপে ও হলুদের প্যাক বানাতে পারেন। পেঁপে চটকে তার সঙ্গে হলুদ বাটা মিশিয়ে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। 

Image credits: freepik
Bangla

চন্দন ও গোলাপ জলের প্যাক

চন্দন ও গোলাপ জলের প্যাক বানাতে পারেন। চন্দন বাটার সঙ্গে গোলাপ জল মিশিয়ে প্যাক বানাতে পারেন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। 

Image credits: freepik

বিকিনি এরিয়ায় প্রায়ই ওয়াক্স করেন? কখনই এই ভুলগুলো করবেন না

চলছে বিয়ের মরশুম, ট্রাই করুন অথিয়া শেট্টির লেহেঙ্গা লুক, রইল টিপস

শাড়িতে ঢেকে ফেলুন শরীরের বাড়তি মেদ, ট্রাই করুন সেলিব্রিটি লুক

Diwali Fashion: করিনা থেকে দীপিকা, দীপাবলিতে ট্রেন্ডি ব্যাকলেস ব্লাউজ