পরের পর বিয়ের নিমন্ত্রণ। বিয়ে বাড়িতে পরতে পারেন এমন হলুদ রঙের লেহেঙ্গা। এমন সিকোয়েন্সের কাজ করা লেহেঙ্গাতে বেশ মানাবে।
সাদা ও প্রিন্টেড লেহেঙ্গা পরতে পারেন। এর সঙ্গে কালো রঙের ব্লাউজ লেহেঙ্গা পরুন। আকর্ষণীয় দেখাবে আপনাকে। ছিমছাম সাজতে এমন পোশাক পরতে পারেন।
লাল রঙের লেহেঙ্গা পরতে পারেন। লাল লেহেঙ্গাতে বিয়ে বাড়ির অনুষ্ঠানে নজর কাড়ুন সকলের।
এমন ফ্লাওয়ার প্রিন্টের লেহেঙ্গা পরতে পারেন। তার সঙ্গে এমন হলুদ ওড়না কনট্রাস্ট করতে পারেন। এতে বেশ আকর্ষণীয় দেখাবে। এমন লেহেঙ্গা বেশ ট্রেন্ডি।
সাদা অনেকেরই পছন্দের। এবার সাদা লেহেঙ্গা পরতে পারেন। এর সঙ্গে এমন সবুজ রঙের হার পরতে পারেন। একেবারে হাটকে দেখাবে আপনাকে এমন লেহেঙ্গাতে।
হালকা রঙ পছন্দ অনেকেরই। সেক্ষেত্রে অথিয়া শেট্টির মতো এমন হালকা নীল রঙের লেহেঙ্গা পরতে পারেন। বেশ আকর্ষণীয় দেখতে এমন লেহেঙ্গাতে।
সাদা ও নীল রঙের কনট্রাস্ট করা লেহেঙ্গা পরতে পারেন। এমন লেহেঙ্গায় নজর কাড়ুন সকলের।
সিলভার রঙের লেহেঙ্গাও বেছে নিতে পারেন বিয়ের অনুষ্ঠানের জন্য। এতে দেখতে আকর্ষণীয় লাগবে।
শাড়িতে ঢেকে ফেলুন শরীরের বাড়তি মেদ, ট্রাই করুন সেলিব্রিটি লুক
Diwali Fashion: করিনা থেকে দীপিকা, দীপাবলিতে ট্রেন্ডি ব্যাকলেস ব্লাউজ
৪০ বছরেও চাবুক ফিগার, জেনে নিন ক্যাটরিনার ফিটনেস রুটিন
শীতে ঠোঁটের যত্নে ঘরেই এভাবে তৈরি করুন লিপবাম, ঠোঁট হবে গোলাপী