Fashion beauty

হলুদ রঙের লেহেঙ্গা

পরের পর বিয়ের নিমন্ত্রণ। বিয়ে বাড়িতে পরতে পারেন এমন হলুদ রঙের লেহেঙ্গা। এমন সিকোয়েন্সের কাজ করা লেহেঙ্গাতে বেশ মানাবে। 

Image credits: Instagram

প্রিন্টেড লেহেঙ্গা

সাদা ও প্রিন্টেড লেহেঙ্গা পরতে পারেন। এর সঙ্গে কালো রঙের ব্লাউজ লেহেঙ্গা পরুন। আকর্ষণীয় দেখাবে আপনাকে।  ছিমছাম সাজতে এমন পোশাক পরতে পারেন।   

Image credits: Instagram

লাল লেহেঙ্গা

লাল রঙের লেহেঙ্গা পরতে পারেন। লাল লেহেঙ্গাতে বিয়ে বাড়ির অনুষ্ঠানে নজর কাড়ুন সকলের। 

Image credits: Instagram

ফ্লাওয়ার প্রিন্টের লেহেঙ্গা

এমন ফ্লাওয়ার প্রিন্টের লেহেঙ্গা পরতে পারেন। তার সঙ্গে এমন হলুদ ওড়না কনট্রাস্ট করতে পারেন। এতে বেশ আকর্ষণীয় দেখাবে। এমন লেহেঙ্গা বেশ ট্রেন্ডি।

Image credits: Instagram

সাদা লেহেঙ্গা

সাদা অনেকেরই পছন্দের। এবার সাদা লেহেঙ্গা পরতে পারেন। এর সঙ্গে এমন সবুজ রঙের হার পরতে পারেন।  একেবারে হাটকে দেখাবে আপনাকে এমন লেহেঙ্গাতে। 

Image credits: Instagram

স্কাই রঙের লেহেঙ্গা

হালকা রঙ পছন্দ অনেকেরই। সেক্ষেত্রে অথিয়া শেট্টির মতো এমন হালকা নীল রঙের লেহেঙ্গা পরতে পারেন। বেশ আকর্ষণীয় দেখতে এমন লেহেঙ্গাতে।

Image credits: Instagram

সাদা-নীলের লেহেঙ্গা

সাদা ও নীল রঙের কনট্রাস্ট করা লেহেঙ্গা পরতে পারেন। এমন লেহেঙ্গায় নজর কাড়ুন সকলের।

Image credits: Instagram

সিলভার লেহেঙ্গা

সিলভার রঙের লেহেঙ্গাও বেছে নিতে পারেন বিয়ের অনুষ্ঠানের জন্য। এতে দেখতে আকর্ষণীয় লাগবে। 

Image credits: Instagram