Bangla

সেলিব্রেটিদের নিজস্ব মেকআপ ব্রান্ড

এখন সেলিব্রেটিরা অন্য ব্যান্ডের বিজ্ঞাপণের বদলে নিজস্ব ব্যান্ডের বিজ্ঞাপণ দিতে বেশি দেখা যাচ্ছে। দেখে নিন এই বছর কোন কোন ব্যান্ডগুলি বেশি জনপ্রিয়তা পেয়েছে।

Bangla

কৃতি শ্যাননের নিজস্ব মেকআপ ব্রান্ড স্কিনকেয়ার হাইফেন

লিপবাম এবং ময়েশ্চারাইজার থেকে শুরু করে স্কিনকেয়ার প্যের আধিক্য, কৃতি যেটি ২০১৩ সালে লঞ্চ করেছিল তা ২০২৪ সালে জনপ্রিয় হয়েছে।

Image credits: pinterest
Bangla

মাসাবার নিজস্ব মেকআপ ব্রান্ড লাভচাইন্ড কসমেটিকস

মাসাবা গুপ্তা ২০২২ সালে লাভচাইন্ড ব্রান্ড লঞ্চ করেছিলেন। ভারতীয়দের ত্বকের টোন দিকে নজর রেখে তার ব্রান্ড ফোকাস করে। তাই তিনি এই দৌড়ে নিজের জায়গা বেশ পাকা করেছেন ইতিমধ্যেই।

Image credits: instagram
Bangla

ইশা আম্বানির তিরা ব্যান্ড

২০২৪ সালে, ইশার জিও ওয়ার্ল্ড প্লাজায় তিরা বিলাসবহুল ব্রান্ড চালু করেছিলেন। এই প্রসাধনি ব্রান্জ চালু করার জন্য জেনারেল জেডের এই ব্রান্ড প্রকাশ্যে আসে।

Image credits: instagram
Bangla

ক্যাটরিনার কে বিউটি প্রোডাক্ট

২০১৯ সালে ক্যাট কে বিউটি ব্রান্ড লঞ্চ করেছিল। বিভিন্ন শেডের ত্বকের জন্য এই পন্য গ্রাহকরা পছন্দ করেন।

Image credits: instagram
Bangla

মীরা কাপুরের আকিন্দ

মীরা কাপুরও কসমেটিক লঞ্চের দৌড়ে রয়েছেন। আকিন্দ স্কিন ক্লিয়ার থেকে স্কিন কেয়ার পর্যন্ত সব ধরণের পন্য মিলবে মীরার সংস্থায়।

Image credits: instagram

বর্ষায় ব্রণ নিয়ে নাজেহাল? রইল এই দারুণ টোটকার হদিশ

সরস্বতী পুজোর আগে ত্বকে জেল্লা আনতে ব্যবহার করতে পারেন এই বিশেষ প্যাক

বিকিনি এরিয়ায় প্রায়ই ওয়াক্স করেন? কখনই এই ভুলগুলো করবেন না

চলছে বিয়ের মরশুম, ট্রাই করুন অথিয়া শেট্টির লেহেঙ্গা লুক, রইল টিপস