এখন সেলিব্রেটিরা অন্য ব্যান্ডের বিজ্ঞাপণের বদলে নিজস্ব ব্যান্ডের বিজ্ঞাপণ দিতে বেশি দেখা যাচ্ছে। দেখে নিন এই বছর কোন কোন ব্যান্ডগুলি বেশি জনপ্রিয়তা পেয়েছে।
লিপবাম এবং ময়েশ্চারাইজার থেকে শুরু করে স্কিনকেয়ার প্যের আধিক্য, কৃতি যেটি ২০১৩ সালে লঞ্চ করেছিল তা ২০২৪ সালে জনপ্রিয় হয়েছে।
মাসাবা গুপ্তা ২০২২ সালে লাভচাইন্ড ব্রান্ড লঞ্চ করেছিলেন। ভারতীয়দের ত্বকের টোন দিকে নজর রেখে তার ব্রান্ড ফোকাস করে। তাই তিনি এই দৌড়ে নিজের জায়গা বেশ পাকা করেছেন ইতিমধ্যেই।
২০২৪ সালে, ইশার জিও ওয়ার্ল্ড প্লাজায় তিরা বিলাসবহুল ব্রান্ড চালু করেছিলেন। এই প্রসাধনি ব্রান্জ চালু করার জন্য জেনারেল জেডের এই ব্রান্ড প্রকাশ্যে আসে।
২০১৯ সালে ক্যাট কে বিউটি ব্রান্ড লঞ্চ করেছিল। বিভিন্ন শেডের ত্বকের জন্য এই পন্য গ্রাহকরা পছন্দ করেন।
মীরা কাপুরও কসমেটিক লঞ্চের দৌড়ে রয়েছেন। আকিন্দ স্কিন ক্লিয়ার থেকে স্কিন কেয়ার পর্যন্ত সব ধরণের পন্য মিলবে মীরার সংস্থায়।