গোলাপী রঙের শাড়ির সঙ্গে পরতে পারেন লাল রঙের ব্লাউজ। গোলাপী শাড়ির সঙ্গে যদি সিলভার সুতোর কাজ থাকে তাহলে লাল ব্লাউজ বেশ মানাবে।
কালো ব্লাউজ অধিকাংশ শাড়ির সঙ্গে মানিয়ে যায়। গোলাপী রঙের শাড়ির সঙ্গে টিমআপ করতে পারেন কালো স্লিভলেস ব্লাউজ। বেশ মানাবে।
গোলাপী রঙের শাড়ির জন্য একেবারে পারফেক্ট হল হলুদ রঙের ব্লাউজ। আপনাকে দেবে এলিগেন্ট লুক।
কোনও বিয়ের নিমন্ত্রণে গোলাপী রঙের শাড়ি পরার পরিকল্পনা থাকতে তার সঙ্গে পরুন সবুজ ব্লাউজ। এমন ফুল স্লিভ ব্লাউজও পরতে পারেন।
গোলাপী রঙের শাড়ির সঙ্গে বেশ মানাবে এমন প্যারট গ্রিন রঙের ব্লাউজ। সাজতে পারেন এমন সাজে
শাড়িতে যদি থাকে গোল্ডেন ছোঁয়া তাহলে কথাই নেই। গোলাপী রঙের শাড়ির সঙ্গে পরে নিন সোনালী রঙের ব্লাউজ। এই কালার কম্বিনেশন নজর কাড়বে সকলের।
নীল রঙের সঙ্গেও বেশ মানায় গোলাপী রঙের শাড়ি। নীল ও গোলাপী কনট্রাস্টের শাড়ি হোক কিংবা একরঙা গোলাপী শাড়ির সঙ্গেও পরতে পারেন নীল ব্লাউজ।
তেমনই কমল রঙের ব্লাউজের সঙ্গে টিমআপ করুন গোলাপী রঙের শাড়ি। এমন কালার কম্বিনেশনও বেশ আকর্ষণীয় দেখায়।