বর্ষাকালে চুলের সমস্যা বাড়ে। ঠিকমতো যত্ব বা নিলে চুলে ছত্রাকের সংক্রমণের কারণ মাথায় চুলকানি ও খুশকির সমস্যা বৃদ্ধি পায়।
বর্ষাকালে চুলের প্রাকৃতিক আদ্রতা ধরে রাখতে চুলে ডিপ কন্ডিশনিং করুন। প্রয়োজনে হেয়ার মাস্কের ব্যবহারও করতে পারেন।
এই সময় চুল আঠালো হয়ে যাওযার কারণে চুলে ময়লা জমে। যা ভালো করে পরিষ্কার না করলেই ছত্রাকের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে।
বর্ষাকালে চুলে হিট স্টাইলিং এড়িয়ে চলুন যেমন, স্ট্রেইটনার, কার্লিং বা ড্রায়ারের ব্যবহার এড়িয়ে চলুন। এতে চুলের খুব বেশি ক্ষতি হয়।
চুলে শ্যাম্পু করার পর চুল ভালো করে শুকনো করা প্রয়োজন। বর্ষায় স্ক্যাল্পে হতে পারে ছত্রাকের সংক্রমণ এড়াতে ভেজা চুল বেঁধে বা খোঁপা করে রাখবেন না।
বৃষ্টির জলে দূষণ ও রাসায়নিক পদার্থ থাকে যা আপনার চুলের ক্ষতি করতে পারে। বৃষ্টির জলে ভিজতে হলে চুল ঢেকে নিন।
মাথার ত্বকে ছত্রাকের সংক্রমণ থেকে মুক্তি দিতেও নিমের তেল খুবই উপকারী। এছাড়াও নিম পাতা পিষে চুলে লাগাতে পারেন।
ভেজা চুল আঁচড়ালে চুল উঠে যাওয়ার প্রবণতা খুব বেড়ে যায়। তাই চুলে শুকিয়ে গেলে তারপর আলতো করে চুল আঁচড়ান।