ভিটামিন ই সমৃদ্ধ বাদাম তেল খুবই পুষ্টিকর, এটি চুলকে সুস্থ ও মজবুত করতে সাহায্য করে।
কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করে বাড়িতেও তৈরি করতে পারেন। খুব সহজ উপায়ে তৈরি করা যায়।
২ কাপ বাদাম এবং ৫০০ মিলি জলপাই বা বাদাম একসঙ্গে পেস্ট করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিন।
এরপর অল্প আঁচে ১৫ থেকে ২০ মিনিট ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে কন্টেনারে ভরে ব্যবহার করুন।
বাদামের তেলে রয়েছে বায়োটিন। এটি দ্রুত চুল গজাতে সাহায্য করে। চুলের জন্য সেরা তেলগুলির মধ্যে এটা একটা।
দূষিত বায়ু, ধুলো, ময়লা এবং ক্ষতিকারক UV রশ্মির মতো প্রভাব থেকে চুলকে রক্ষা করে এই তেল।
খুশকি থেকে পুরোপুরি মুক্তি পেতে চাইলে বাদাম তেল ব্যবহার করতে পারেন।
প্রতিবার শ্যাম্পু করার আগে চুলে বাদাম তেল লাগান। বাদাম তেল খুশকি দূর করে চুল সুন্দর করতে সাহায্য করে।
অকালপক্কতার সমস্যা দূর করতে ব্যবহার করুন এই কয়টি হেয়ার অয়েল
বলিরেখা দূর করতে খাদ্যতালিকায় যোগ করুন এই পাঁচ ধরনের বাদাম
Hair Care: গরমে চুলের যত্নে রইল বিশেষ ১০টি টিপস, জেনে নিন কী করবেন