সামনেই বিয়ে রয়েছে আপনার? বা কাছের মানুষের বিয়ে? কীভাবে চুল বাঁধবেন বিশেষ এই দিনে বুঝতে পারছেন না! তাহলে ট্রাই করুন বিভিন্ন ট্রেন্ডি হেয়ারস্টাইল। রইল টিপস
Fashion beauty May 03 2025
Author: Moumita Poddar Image Credits:Pinterest
Bangla
টিয়ারা স্টাইল
হলুদ অনুষ্ঠানে যদি আপনি অফ শোল্ডার ব্লাউজ পরেন, তাহলে চুলে এলোমেলো বান বানান। সামনের দিক থেকে চুল পেঁচিয়ে টিয়ারা আকৃতিতে সাদা জিপসি ফুল লাগান।
Image credits: Pinterest
Bangla
সাগর বিনুনি
হলুদ অনুষ্ঠানে মার্জিত লুকের জন্য সামনে থেকে ফ্রেঞ্চ বিনুনি বানিয়ে নিচে সাগর বিনুনি বানান এবং সোনালী রঙের লেইস ও মুক্তা দিয়ে সাজান।
Image credits: Pinterest
Bangla
গোটা প্যাঁচানো বিনুনি
গোটা প্যাঁচানো বিনুনি এখন খুব চলছে। চুলে বিনুনি বানিয়ে ক্রিস-ক্রস প্যাটার্নে গোটা প্যাঁচানো লেইস লাগান। নিচে ট্যাসেল ঝুলিয়ে ও মাঝে মাঝে গোটা প্যাঁচানো ফুল লাগান।