ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা ফেসপ্যাক। জেনে নিন কীভাবে বানাবেন।
অ্যালোভেরা ও হলুদ দিয়ে প্যাক বানান। অ্যালোভেরা জেলের সঙ্গে হলুদ বাটা মিশিয়ে প্যাক বানিয়ে নিন।
অ্যালোভেরা ও গোলাপ জলের প্যাক। অ্যালোভেরা জেল প্রথমে ব্লেন্ড করে নিন। তাতে মেশান গোলাপ জল। এই প্যাক ব্যবহারে মিলবে উপকার।
অ্যালোভেরা ও মধু। অ্যালোভেরা জেল ব্লেন্ড করে নিন। তাতে মেশান মধু। তা ব্যবহারে মিলবে উপকার।
অ্যালোভেরা ও লেবুর রস দিয়ে প্যাক বানান। অ্যালোভেরা জেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করুন।
অ্যালোভেরা ও শসার রস। অ্যালোভেরা জেল ও শসার রস একসঙ্গে ব্লেন্ড করে নিন। তা ছেঁকে তুলোয় করে রস মুখে লাগান। মিলবে উপকার।অ্যালোভেরা
অ্যালোভেরা ও কলার প্যাক লাগান। অ্যালোভেরা জেলের সঙ্গে কলা চটকে মেখে নিন। মুখে লাগান। মিলবে উপকার।
অ্যালোভেরা ও গ্রেন টির প্যাক লাগান। অ্যালোভেরা জেলের সঙ্গে গ্রিন টি মিশিয়ে প্যাক বানিয়ে মিশিয়ে মুখে লাগান।
অ্যালোভেরা ও ওটসের প্যাক লাগান। অ্যালোভেরা জেলের সঙ্গে মিহি করে বাটা ওটস মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। মিলবে উপকার।
এভাবে অ্যালোভেরা দিয়ে প্যাক বানিয়ে নিন। এটি ত্বকের জন্য বেশ উপকারী। ত্বকে আসবে জেল্লা।
সামনেই বিয়ে? মেহেন্দি থেকে হলদি এই ট্রেন্ডি আইডিয়ায় বাঁধুন চুল
৩০-বছর বয়সেও ১৬-র মতো দেখতে, অবনীতের কিছু সেরা ব্লাউজ ডিজাইন
বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য ৮টি ট্রেন্ডি হেয়ারস্টাইল
৯০ সেমিতে বানান স্লিভলেস ব্লাউজ, দেখুন এই ডিজাইনগুলি