Bangla

কাঁচা আমের ৬ সুপারহিট রেসিপি: গরমে জিরিয়ে নিন

Bangla

কাঁচা আম-লেবুর ডিটক্স ড্রিঙ্ক

  • আম সেদ্ধ করে লেবুর রস, বিট লবণ আর ঠান্ডা পানি মেশান।
  • এই ডিটক্স ড্রিঙ্ক শরীর ঠান্ডা রাখে আর লু থেকে বাঁচায়।
Image credits: Gemini
Bangla

কাঁচা আমের পরোটা

  • আম কুঁচিয়ে মশলা মিশিয়ে পরোটায় ভরে ঘি-তে ভাজুন।
  • সকালের জলখাবরের  জন্য স্বাস্থ্যকর আর সুস্বাদু, বাচ্চাদের খুব পছন্দ।
Image credits: gemini
Bangla

কাঁচা আমের আচার

  • কাঁচা আম কেটে সর্ষের তেল, সরর্ষে, মৌরি, মেথি আর হলুদ দিয়ে আচার বানান।
  • সারা বছর খাওয়া যায়, খাবারের স্বাদ বাড়ায়।
Image credits: Freepik
Bangla

কাঁচা আমের টক-মিষ্টি তরকারি

  • কুঁচোনো কাঁচা আম, গুড়, মৌরি, মেথি আর হলুদ দিয়ে রান্না করুন।
  • ঝাল-মিষ্টি স্বাদের এই তরকারি গরমে খিদে বাড়ায়।
Image credits: Freepik
Bangla

কাঁচা আমের চাটনি

  • কাঁচা আম, ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচামরিচ, জিরা আর সৈন্ধব লবণ বেটে নিন।
  • পরোটা বা ডাল-ভাতের সাথে দারুণ লাগে, হজমও ভালো রাখে।
Image credits: Freepik
Bangla

আম পান্না

  • কাঁচা আম সেদ্ধ করে শাঁস বার করুন।
  • পুদিনাপাতা, ভাজা জিরা, বিট লবণ আর গুড় মিশিয়ে ঠান্ডা পানীয় বানান।
  • লু থেকে বাঁচার জনপ্রিয় পানীয়।
Image credits: Pinterest

Healthy Food: বাচ্চাদের টিফিনে মজাদার কিছু দিতে চাইছেন? রইল চটজলদি খাবার বানানোর রেসিপি

রইল কাঁঠাল কাটার ৬ টিপস, চটচটে ভাব দূর করুন ১০ মিনিটে

International Mothers Day 2025: মাতৃ দিবসে মায়ের জন্য ঝটপট বানিয়ে ফেলুন এই পদ

Emergency Situations Food: ৮টি তৈরি খাবার, জরুরি অবস্থায় কাজে লাগবে