রোজকার একঘেয়েমি টিফিন খেতে পছন্দ করছে না বাচ্চারা? স্কুলেj টিফিন হোক বা বাড়ির জলখাবার। রইল বিশেষ কিছু চটজলদি বানানো যাবে এমন খাবারের টিপস।
পনির কুঁচি করে নিন। সেদ্ধ আলু ও মটর মিশিয়ে নিন। ধনেপাতা, নুন ও মশলা মিশিয়ে গোল টিক্কির আকার দিন। ব্রেডক্রাম্বস মাখিয়ে তেলে সোনালী করে ভেজে নিন।
আটা মাখিয়ে ছোট ছোট লুচি বানান। মটর-পনিরের মশলা তৈরি করুন। লুচিতে বেলে মশলা ভরে, किनारা থেকে রোল বানিয়ে তেলে ভেজে নিন।
কুঁচি পনির, সেদ্ধ মটর, কচুমর মশলা, মেয়োনিজ/ মাখন মিশিয়ে ব্রেডে ভরে টোস্টার/তায় সোনালী করে ভেজে নিন।
সেদ্ধ মটর, পনির, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, গরম মশলা মিশিয়ে আটার লুচিতে ভরে পরোটা বানিয়ে মাখন লগিয়ে ভেজে নিন।
বাচ্চারা চিলা ভালোবাসলে বাটা মটর ও অল্প আটা মিশিয়ে চিলা বানান। কুঁচি পনির ছড়িয়ে দিন।
রইল কাঁঠাল কাটার ৬ টিপস, চটচটে ভাব দূর করুন ১০ মিনিটে
International Mothers Day 2025: মাতৃ দিবসে মায়ের জন্য ঝটপট বানিয়ে ফেলুন এই পদ
Emergency Situations Food: ৮টি তৈরি খাবার, জরুরি অবস্থায় কাজে লাগবে
Ready to Eat Items: জরুরি অবস্থায় এই ৮টি তৈরি খাবার অবশ্যই সঙ্গে রাখুন